সোডিয়াম আলো কিংবা নিয়ন আলোর ঝলকানিতে
অসংখ্য দ্রুতযান এর এলোমেলো ছোটাছুটি
হাজার পার্থিব ব্যস্ততার আড়ালে
আনমনে খেয়াল হওয়া অভিমান
আরও একটি বিষণ্ণ রাত্রির আবির্ভাব
আরও একটি নতুন বিষয়বস্তু, শূন্যতা
হাজার হাজার মাইল দূরের সমুদ্র, পাহাড় কিংবা ভালবাসা
অথবা অনেকদিন পড়ে লিখা আরও একটি নতুন কবিতা
গজ ফিতা দিয়ে মাপতে গেলে কয়েক আলোকবর্ষ দূরত্ব হবেই
কিন্তু তারপরও যেন কতটা কাছে
যেখানে প্রকৃতি ও মানুষ এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ
বিদেশ মানেইত আর দূরত্ব নয়
আমার কাছে দূরত্ব মানে ভালবাসাকে অনুভব না করা
ভালবাসা থেকে সরে দাঁড়ানো
দূরত্ব হতে পারে একই বেলকনিতে দাঁড়ানো
বিচ্ছেদ, কিংবা অতিরিক্ত আদরের
মায়াজালে জড়ানো মেকী ভালবাসা
অথবা ধরা খাওয়ার ভয়ে
খানিকটা চোখের লুকোচরি।
আমার কাছে দূরত্ব দূরের নয়
যেখানে লেপটে আছে পেজা তুলোর মত মেঘের ভালবাসা,
ভালবাসার রক্তিম সিলমোহর
আমার কাছে তুমি এবং দূরত্ব
এই দুয়ের মিশ্রণেই ভালবাসা
আরও একটি নতুন বসন্ত কিংবা কবিতা।