কেউ যখন বুর্জ খলিফার প্রেসিডেন্ট স্যুইটে
আরামে শুয়ে সিগারেট টানছে,
সে তখন কমলাপুর রেল স্টেশনে
ছোট্ট জীর্ণ ময়লা কাঁথাটি
নিজের শরীরে দিতে ব্যস্ত ।
কনকনে শীতের হাত থেকে
রক্ষা পাওয়ার ব্যর্থ প্রচেষ্টা ।
কেউ যখন বাহারি রাজকীয় খানায়
গলা পর্যন্ত উশুল করছে ,
সে তখন আধটুকরো রুটির খানিকটা
তার ছোট্ট বোনের ক্ষুধার্ত মুখে দিতে ব্যস্ত ।
কেউ যখন নারী, মদ, জুয়া, গাজায় নিমজ্জিত
সে তখন তপ্ত রোদে কাগজ কুড়োতে ব্যস্ত ।
রাতে কেউ যখন ঘাসফুলের ভালবাসায় আচ্ছন্ন
সে তখন অশ্রু ভেজা চোখে প্রার্থনায় আচ্ছন্ন ।
এক চোখে বৃষ্টি ঝড়ে,
অন্য চোখে মরুভূমির তপ্ত বালি
আদি থেকে অন্ত এ এক অদ্ভুত দ্বন্দ্ব ।
হ্যাঁ, আমি তোমাকেই বলছি......শুনতে কি পাচ্ছ তুমি ???
হ্যাঁ, আমি তোমাকেই বলছি......।