=====
বিষণ্ণ রাত্রিগুলো
বাহিরে জ্বলজ্বল নক্ষত্রের হাতছানি
একলা ঘরে খুঁজে ফিরি সুরের সন্ধান।
ওগো পাতালপুরীর মেয়ে পুষ্পিতা,
ও মনে কেন গো অস্থিরতা ।
ওগো সাগর পাড়ের মেয়ে সাগরিকা,
দুচোখে কেন গো বিষণ্ণতা ।
এলোমেলো খোলা চুলের হাতছানি,
খালি পায়ে বালিতে তোমার পদচিহ্ন,
উদাসী পথিকের দ্যাখা
তুমি কবিতা ।।
গোধূলি লগ্নে সাগরের লোনা জলে
তোমারই ছায়া,
জ্যোৎস্নাস্নাত মায়াবী রাতে
তোমারই পথচলা,
দেখছি অপলক চোখে অনন্যা তোমাকে
হৃদয় গহিনে অন্তঃচক্ষে
ওগো রূপসী অনন্যা
তবে কি তুমিই আমার বনলতা ।।
ওগো মেঘ রাজ্যের মেয়ে মেঘবালিকা
মুখে কেন জমেছে মেঘেরই ছায়া
এই মুখে মানায় যে শুধু চাঁদেরই জ্যোৎস্না
মনেরই দিগন্ত করেছ অশান্ত
ভাঙনা একটু তুমি নীরবতা ।।
বিষণ্ণ রাত্রিগুলো
বাহিরে জ্বলজ্বল তারার মেলা
একলা ঘরে খুঁজে ফিরি সুরের সন্ধান
ভাবনা শেষে পড়ে থাকে
আরও একটি বিষণ্ণ অনন্ত প্রহর ।।