বসে আছি স্তব্ধ হয়ে ছাদের এক কোণে – তা ঘণ্টা তিন চারেক তো হবেই,
নীল আকাশ মিনিট পাঁচেক হল ঘুট ঘুটে কালো দেখছি
সূর্যকে জিজ্ঞেস করার কোনও কারণ দেখছি না
ভাবছিলাম জিজ্ঞেস করাটা সমীচীন হবে কি না
আমার ভাবনার জগতে ছেঁদ পড়ল
সূর্যের কণ্ঠস্বরে, " জানি তুমি সবকিছু অন্ধকার দেখছ"
বৃষ্টিও সুর মেলাল একই সাথে
বুঝলাম জাগতিক এর পরিবর্তে মহাজাগতিক বস্তুর পারস্পারিক ভাবের আদান প্রদান আমার নিউরন সেল এ সঙ্কেত পাঠাচ্ছে ।
বুঝলাম আমার সময় ফুরিয়ে এসেছে
সুপারনোভা এখানেও হবে
ফলশ্রুতিতে সৃষ্টি হবে আরও একটি কৃষ্ণবিবর ।
কৃষ্ণবিবর এর হাতছানিতে আমি সাড়া দেই।
গভীর অন্ধকারের ঘুম থেকে আমি জেগে উঠি
আবার আলোর মাঝে অন্ধকারের খেলা দেখি
এই খেলা, এই নাটক অবলোকনে আমি ক্লান্ত, পরিশ্রান্ত
আমি গভীর অন্ধকারে শেষ বারের মত ঘুমুতে চাই।।