তুমি বলেছিলে, কাউকে বলবেনা
কই তুমিত কথা রাখনি ।
ভাবছ কি করে বুঝলাম ??
ওগো সখী,
যা কিছু দৃশ্যমান,
আমার চোখে তা ধরা পরে না
যা কিছু অদৃশ্য,
আমার মানসপটে তা দৃশ্যমান ।
যা কিছু সংজ্ঞায়িত, অর্থবোধক
যা কিছু মূল্যবান, দামী
আমি কোনদিন তা বুঝতে পারিনি  ।
আমার মনে দাগ কেটেছে
মূল্যহীন, অর্থহীন, অনর্থক , অসংজ্ঞায়িত
কিছু নামমাত্র বিষয়বস্তু।।
তুমি বুঝবে, ঠিক সেদিনই বুঝবে
যখন অন্ধকারে
নক্ষত্ররাজি শুধু আমার কথা বলবে ।
ভাববে তুমি একদিন,
শুধু আমার কথাই ভাববে ,
জানবে যখন, তোমাকে নিয়ে লেখা হবে না
আর কোনও কবিতা,
আর কোনও ভালবাসার পঙক্তিমালা।
কাঁদবে তুমি একদিন, ঠিকই কাঁদবে
ভালবাসতে গিয়ে দেখবে যখন আর আমি নেই
তোমার চোখের পাতা একদিন ভিজে উঠবে ।
জানবে যখন,
আমার মত করে তোমায় আর কেউ ভালবাসবে না
তোমার চোখও একদিন লাল হয়ে উঠবে
বুঝবে তখন, জানবে যখন
তোমার চোখ এত লাল কেন- এই কথাটি ,
বলবার সেই মানুষটি আজ আর নেই
ওগো সখী,
ভেবো না তোমায় আমি অভিশাপ দিচ্ছি,
বেশ, যদি তাই ভেবে থাকো
তবে ধরে নিও,
আমার দেয়া অভিশাপও তোমার জন্য ভালবাসা...।