তোমার কণ্ঠে কি আছে?
জাদু নাকি মায়া ,
যখন কথা বলতে ,
মনে হত যেন বাগানের সবকটি ফুল,
মাত্র ফুটল তোমার কথা শোনার জন্য ।
ইশ আমি যদি ঐ বাগানের ফুল হতে পারতাম ।
যখন হাসতে,
মনে হত যেন পাহাড় থেকে ঝর্না ধারা নামছে
ইশ আমি যদি ঐ ঝর্না ধারায় ভিজতে পারতাম ।
যখন খোলা চুলে সামনে এসে দাঁড়াতে ,
মনে হত দুরন্ত বাতাস যেন প্রকৃতির সাথে খেলা করছে ।
জানো কি তুমি?
যখন কান্না করতে,
তখন প্রকৃতি লজ্জাবতীর মত মলিন হয়ে যেত ।
ফিরে এসো তুমি
ফিরে এসো এই শিশির ভেজা ঘাসে,
ফিরে এসো এই পাহাড়ি ঝর্না ধারায়,
ফিরে এসো এই দুরন্ত বাতাসে,
ফিরে এসো আবার
প্রকৃতি হয়ে এই ব্যাকুল হৃদয়ে ।।