কুড়িয়ে এলাম নীল জোছনা ,
তোমারই উঠোনে
কল্পলোকের আলোয়
লুকিয়ে দেখি তোমার নির্মল নিষ্পাপ মুখখানি  ।
তোমার চোখের অনন্ত মায়ায়
নীল জোছনার ছড়াছড়ি ,
ডুবেছি আমি সেই নীল জোছনায়,
ডুবেছি আমি সেই অনন্ত মায়ায়,
তাইতো হাত বাড়িয়ে ডাকি তোমায় ।।
জানো কি তুমি ?
চাঁদটা ম্লান হয়ে যায় - তোমার বিভায়
তাইতো আজকের চাঁদ হাজার গুনে বড় হয়ে
লাখ গুনে আলোকিত হয়ে
উঠেছে আকাশে
শুধুই তোমার জন্য
সুনয়না
তাইতো দরজা খুলে আমি এখনও দাড়িয়ে
ডাকি তোমায় - ভিজবে তুমি নীল জোছনায় ??