তুমি ছোট্ট একটা দোয়েল পাখি দেখে বললে ,
বাহ - কত সুন্দর
আমি বলি, কই শুধুই তো পাখি একটা ।
শিশির ভেজা ঘাসে পা রেখে বললে,
বাহ- এত সুন্দর
আমি বলি, ধুর ঠাণ্ডা লাগেত ।
আকাশ পানে তাকিয়ে তুমি বললে,
দ্যাখো -কতটা সুন্দর,
আমি বলি, শুধুই শূন্যতা ।

শিউলি আর গোলাপ দেখে বললে তুমি,
এই দ্যাখো - কতটা সুন্দর,
আমি বলি, কই শুধুইত ঝোপঝাড় আর কাঁটা ।
ঠিক এই সময়ে এলোমেলো দুরন্ত বাতাস
তোমার চুল করে দিল এলোমেলো ,
তুমি মুখ থেকে সরাতে সরাতে বললে - উফফ অসহ্য
আমি বলি সুন্দর, এর থেকে সুন্দর আর কিছু না ।
তুমি বললে,
এতে সুন্দরের কি দেখলে তুমি ?
গাধা একটা , এত দ্বন্দ্ব কেন আমাদের মতামতে ?
আমি বলি - হুম সবই সুন্দর  ।
কিন্তু তোমার বিভায় - সুন্দর ম্লান হয়ে গেছে ।
কারণ তুমি অসহ্য সুন্দর - এই দ্বন্দ্ব অসহ্য সুন্দর ।।