হ্যাঁ আমি চিলেকোঠায় থাকি
রাতে জোনাকির আলোতে স্নান করি
সকালে তাজা রোদ্দুর খাই
বিপদ হয় বর্ষায়
কেন?
মনের চিলেকোঠায় তখন যে শৈবাল জন্মে
অহর্নিশি ভাবি আমি কেন এমন হয় ?
উত্তর নেই জেনে আরও ভাবি
সহসা মর্তের মৃত্তিকা হাতছানি দিয়ে ডাকে
আমি সাড়া দিতে উদ্যত হই
কিন্তু না, চিলেকোঠা আমায় আষ্টেপৃষ্ঠে জাপটে ধরে
চিলেকোঠার বন্ধন আমি ছিন্ন করতে পারিনা
একটি টলোমলো শিশিরবিন্দু,
একফোঁটা বৃষ্টি,
একফোঁটা রৌদ্র আমার স্বপ্নে নতুনভাবে আবির্ভাব হয়
এ এক অদ্ভুত দ্বন্দ্ব আমায় গ্রাস করে
আমি আরও একটি দীর্ঘশ্বাস নেই
ভাবি এটাই বুঝি শেষ দীর্ঘশ্বাস ।।