সহেলী গো
আজকাল আর কিছু ভাবতে পারিনা
কিছু লিখতেও পারিনা
সবকিছু কেমন যেন অস্পষ্ট
কুয়াশার মতো মনে হয় ।।
দেয়ালে আঁকা তোমার ছবিটি দেখতে দেখতে
আজ ভাবছিলাম
কেন এমন হয়
কি দেখলাম জানো?
হঠাৎ তোমার ছবি জীবন্ত হয়ে উঠল
বুঝলাম এক সহস্র কোটি বছর তোমায় দেখি নি।।
নক্ষত্র জ্বলছে আবার আগেরই মত
চাঁদটা আবার মিটিমিটি করে হাসছে
তুমিও হাসছিলে আবার ঠিক আগেরই মতন
বুঝলাম এক সহস্র কোটি বছর পর তুমি দ্যাখা দিলে ।।