কি জীবন?শ্রীহিন জীবন!মুখে আর মুখোশে চলছে জীবন
ছবিটা ঠিক।লুকিয়ে লুকিয়ে পথে আমার সাথে নিজেকে বিচ্ছিন্ন করে দুই সত্ত্বার এক দেহ
এক দেহে শত মরণে কেঁপে কেঁপে এভাবে বেঁচে থাকার মানে
আর খুঁজি না।হোঃ গনতন্ত্র! বাড়িয়ে দিলাম হাত
অদৃশ্য হাতকড়ি রক্ত চুষে চুষে খাক।
হুল ফুটলে কতটা লাগে সবার জানা।আমিও জানি
তবু শব্দ জন্মাবে না।বর্ণে বর্ণে বর্ণ সাজাতে সবাই ভুলে গেছে
তেমন কে আছে? বিপ্লব শব্দ টা শেখাবে!