বাঁশিটা আর বাজল না।বাঁশিটা বাঁশি নেই আর


   তাকালাম! কি হয়েছে?
কেন যে বাজাতে গেলাম?বুকের বাতাস খালি করে কোনো একটা সুর শরীরে ঘুরঘুর করছিল বলে
মুখে ঠোঁট আর ঠোঁটে আঁঠাল বিষ। কীট কান্নায় অস্থির আমি না বাঁশি?
আয়নার সামনে এলাম।সেই দিনগুলো।সেই মিথ্যে সুরে বেসুর পল অনুপল......
এরপর,কেউ পর নয়,আপনের অভিনয়।তবু, বাঁশি তুই কলম হতে চেয়েছিলিস?প্রবেশিকা পরীক্ষায় পাশ না হয়ে দিনদিন তুলি হলি
তুলি কারো প্রেমিকা নয়।কিছু কালো রঙ মেখে পুরানো ইজেলের পাশে জীবাশ্মের মত নিশিযাপন।


ভুলটা আমার।তুলি তো বাজতে পারে না।