আসছে জেন জির দুর্দান্ত জনশক্তি;
ধ্বংস করে দেবে সব; সবকিছু;
সিডর,আইলার কোনো বেল নেই;
কিসের আম্ফান আর কিসের বিজলী?
কিসের হ্যারিকেন আর কিসের উইলো উইলো?
অন্যায়- অবিচার থাকবে না আর!
রাস্তায় দাঁড়িয়ে বোকাচোদা দর্শক হবো না আর!
আসছে জেন জির দুর্দান্ত জনশক্তি!
রাজনীতির জটিল সমীকরণ আজ ধুয়ে- মুছে
একাকার;এক্কেবারে সাদা ফকফকা;
ভাবতেই অশান্তি লাগে!
অলুক দ্বন্দ্বের মতো আর মারে- ধরে
খাওয়া হলো না!
পেট পূজা আর নটির পূজা দেখা হবে না;
ভাবতেই অশান্তি লাগে!
নীল ছবির ফাক ইউ আর শোনা হবে না;
কানাডা প্রবাসীর ফাক ইউ!
নাক টিপলেই যার দুধ বের হয় আজও;
ওরে বাবা, দুদু খায়রে!
সমাজের ট্যাবুর কাছে হেরে যাবিরে বোকামার্কা;
কারণ ধর্মহীন রাজনীতি বড় অসহায়!
ভাবতেই শান্তি লাগে!