আমি ভীষণ জেদি;
হেরে যাবো বলেতো স্বপ্ন দেখিনি;
আমি কখনও নেটওয়ার্কের বাহিরে যাবো না!
আশেপাশেই থাকবো;
লেপ্টে ধরে;দাঁতে দাঁত কামড়ে;
আপন ঠিকানা বলতে আমার কিছু নেই;
তোমার আশেপাশেই ঘুরঘুর করবো;
অভিকর্ষজ ত্বরণের মান যতই কমে যাক;
পৃথিবীর বাহিরে মহাশূন্যে যতই শূন্য হয়ে যাক;
আমি কখনোই নেটওয়ার্কের বাহিরে
চলে যাবো না;একদম ঘেঁষে থাকবো;
যদি কখনও বাতাসের দেয়াল  ভাঙে;
যদি কখনও মেঘের মশারি কাঁদে ;
যদি কখনও কবিতার ডিভোর্স হয়ে যায় ;
সেদিনও আমি তোমার আশেপাশে থাকবো;
নেটওয়ার্কের বাহিরে চলে যাবো না!
যদি বঙ্গোপসাগর হাতছাড়া হয়ে যায়;
যদি দক্ষিণ চীন সাগরের উত্তেজনা
ক্রমাগত বেড়ে যায়;  যদি
মধ্যপ্রাচ্যের উত্তেজনা,বৈশ্বিক সংকট,
যুদ্ধ,বিপ্লব,অসংখ্য কেলেঙ্কারি
আর বৈশ্বিক উষ্ণতা আমাকে
গ্রাস করে ফেলে;
তবুও নেটওয়ার্কের বাহিরে চলে যাবো না!
আমি কখনোই নেটওয়ার্কের বাহিরে
চলে যাবো না!