প্রভুর হুকুমে নিবিষ্ট চিত্তে;
দূরধিগম্য পথ...
পদচারণা- নেই চর্মপাদুকা কদমে ,
নিশীথ মধ্য; সামনে গন্তব্য নিধান!
চলছি অমানিশার আঁধারে সংসর্গীবিহীন ...
ক্লান্ত তনু; নুয়ে পড়ছে ঘর্মচর্চিকা,
পদাঘাতে তৃণলতার আগাড়ে,
সঞ্চিত শিশির ছিটকাচ্ছি...
পৌঁছিলাম শত কষ্টে উপান্তে;
সমুদিত রবি; যথাযথ কাজ,
বাড়ি ফিরেই আদেশ-
করো ঐ কাজ!
ব্যথিত মমর হৃদয়!
এ জায়গা তব হলে ,
বুঝিতে সাহেব ,
পাষাণ্ডের মত তব চিত্ত!