জীবনটা নিয়ে আর বিন্যাস-সমাবেশ করি না;
দেখি না কোনো ভাওয়েল বিদ্যমান আছে কী না?
জানিইতো থাকলেই কী আর না থাকলেই কী!
তাই বলে এটা ভেবো না; হতাশার চাদরে ঘেরা আমি;
ম্যাট্টিক্স-ক্যালকুলাস কবেই বাদ দিয়েছি; অসমতাকে পাশ কাটিয়ে!
কী করবো বলো-পকেটে টাকা থাকলেই -
সিগারেটের স্বাদ পাওয়া যায় না; ভালো লাগে না!
আর কারো সাথে এমনটা হয় কী না; তা জানি না;
তবে এটা জানি-পরনারী, পরপুরুষ সবারই ভালো লাগে;
কল্পনা আসে এক অদ্ভুত প্রকৃতির; আসে বাঁধভাঙ্গা ঢেউ...
নিজের বেলায় যত সমস্যা-ব্যক্তিস্বাতন্ত্রবাদ!
ঐ দেখ- আবার সন্দেহ করে ফেললে;
হয়তো বলতে পারতে-নাকের কার্নিশে সেক্সের গন্ধ!
দ্বিঘাত সমীকরণের কথা;বায়োলজিকাল রসায়নের গল্প,
আমি কী আর রাগ করে থাকতে পারতাম!
ঠিকই উত্তাল না বলে প্রমত্ত নামের ভদ্র সব ভাষা ব্যবহার করতাম।
থামলে কেনো; বলো বলো-সারারাত কোথায় ছিলে; কোন হোটেলে?
কার সাথে? আমিতো বুঝি; বুঝি না?
তুমি কী আবারও রোমান সাম্রাজ্যের পতন ঘটাবে?
টুইন টাওয়ারে আঘাত হানবে? অদম্য আঘাত!
পরকীয়া রসে মাতাল হবে কী স্বর-ব্যঞ্জণের মিশ্রণে?
নাকি গলা টিপে হত্যা করবে অগণিত নিষ্পাপ শিশুদের?
কী লাভ বলো? ভাগফল কিন্তু জিরো!
বলি কী-ফিরে এসো, সুলতানা; ঐ আপেক্ষিক বৃত্ত থেকে!
আবার সাজাই সেই নষ্ট সংসার...!