আমি সলিমুল্লাহর দুর্দান্ত আলোচনায় দেখেছি,
প্রজন্মশক্তি;কারণ সলিমুল্লাহ কখনও
কবির নাম দেখে কবিতা পড়ে না!
কবির এলোপাথাড়ি গুলির শব্দ কেউ দেখে না!
কতবার বলবো,কবিতা এতো সস্তা নয়;
কবির শক্তি যে অনেক!
এনজিও চালানো আর রাষ্ট্র চালানো যে এক কথা নয়;সেটা কাকে শোনাবো আমি?
চিবিয়ে জুস বের করবো না আমি;
ঘরে ঘরে সলিমুল্লাহ আবার জন্ম নিক!
অসংখ্য সলিমুল্লাহ দিয়ে গোয়াল ভরে যাক;
রিসেট বাটনে চাপ দেবো না আমি;
কারণ আমি কবি;আমিও শক্তির পূজা করি;
প্রজন্মশক্তি!
আমি ইলিয়াসের কাব্যিক সংবাদে দেখেছি,
প্রজন্মশক্তি; কারণ কারো চোখ রাঙানি তাকে থামাতে পারেনি;
আমি পিনাকীর নাটকীয় আচরণে দেখেছি,
প্রজন্মশক্তি;কারণ কাউকে ছেড়ে
মুড়ি- মুড়কি মাখে না;
আমি গোলাম মাওলার মিষ্টি কাশির মাঝে দেখেছি,প্রজন্মশক্তি;
কারণ কারো বুকে দাগা দেয় না;
আমি আন্দালিবের জাদুময়ী ভাষণে শুনেছি,
প্রজন্মশক্তি;কারণ টেবিলের কাঠ তা জানে;
আমি শাহরিয়ার পারভেজের সত্য লেখনিতে দেখেছি,প্রজন্মশক্তি;কারণ কারো নোংরা-
রাজনীতি সহ্য করে না।
ঘরে ঘরে এরা আবার জন্ম নিক!
রিসেট বাটনে চাপ দেবো না আমি;
কারণ আমি কবি;আমিও শক্তির পূজা করি;
প্রজন্মশক্তি!
আমি নূরের ট্রাক্টর মার্কায় দেখেছি,প্রজন্মশক্তি;
কারণ হুংকার দিতে সময় লাগে না;
গতির সূত্র সেখানে মুখ থুবড়ে পড়েছে;
নিউটনের গতির সূত্র!
আমি নাহিদের শক্তিমান শরীরে দেখেছি,
প্রজন্মশক্তি; কারণ জামাই আদর যে বিশাল ;
আমি সারজিসের পায়ের শব্দে শুনেছি,
প্রজন্মশক্তি;কারণ ক্যাম্পাস ছেড়ে যাবো না,
আসুক, শ্মশান হয়ে যাবে আরেকবার!
আমি হাসনাতের কলমের ফাঁকে দেখেছি,
প্রজন্মশক্তি: কারণ টিউশনের গল্প যে আমার,
ওরা বলবে,আগেইতো ভালো ছিলাম!
ঘরে ঘরে এরা আবার জন্ম নিক!
রিসেট বাটনে চাপ দেবো না আমি;
কারণ আমি কবি;আমিও শক্তির পূজা করি;
প্রজন্মশক্তি!
আমি আবু সাইদের বুকের ভেতর দেখেছি ,
প্রজন্মশক্তি;কারণ দৃশ্যপট তাই বলেছে!
কবর থেকে লাশ তুলে আবার দেখবো,
কত বড় ছিলো তার কলিজাটা!
কে দিলো এই শক্তি?
আমি মীর মুগ্ধের পানিতে দেখেছি,
প্রজন্মশক্তি;কারণ পানি লাগবে পানি?
আমি ফারজানার লাল সিঁথির মাঝে দেখেছি,
প্রজন্মশক্তি;কারণ তার চোখে-মুখে আগুন!
ঘরে ঘরে এরা আবার জন্ম নিক!
রিসেট বাটনে চাপ দেবো না আমি;
কারণ আমি কবি;আমিও শক্তির পূজা করি;
প্রজন্মশক্তি!
আমি দেলোয়ার সাইদির ওয়াজে দেখেছি
প্রজন্মশক্তি;কারণ বিড়ালের মতো পাঁচশ বছর বেঁচে লাভ নেই;সিংহের মতো একদিন বাঁচতে চাই;আমি মামুনুল হকের গলার আওয়াজে পেয়েছি,প্রজন্মশক্তি;কারণ ইমানের জোর বলে কথা;সাংঘাতিক কথা!
আমি আজহারির মাহফিলে খুঁজে পেয়েছি, প্রজন্মশক্তি; জীবনের কোনো না কোনোদিন এর প্রায়শ্চিত্য করতে হবে;
জীবনের কোনো না কোনোদিন;
আমি আবু ত্বহার দুর্দান্ত বক্তব্যে শুনেছি, প্রজন্মশক্তি;কারণ আজকের দুনিয়ার প্রযুক্তি কিছুই না;একদম কিছুই না!
ঘরে ঘরে এদের মতো সবাই জন্ম নিক!
রিসেট বাটনে চাপ দেবো না আমি;
কারণ আমি কবি;আমিও শক্তির পূজা করি;
প্রজন্মশক্তি!