আমি একবিংশ শতাব্দীর কবি!
শক্তির শক্তি, দুরন্ত-দুর্মদ ছেঁড়ামেঘ; অসীম সাহসী...
রোদ-বৃষ্টির খেলার মতন রহস্যময়!
আইনস্টাইনের আপেক্ষিক তত্তে¡র মতন জীবন্ত!
আমি একবিংশ শতাব্দীর কবি; অদম্য শক্তিমান কবি!
আমি একবিংশ শতাব্দীর কবি!
সূর্যের সূর্য; বিধ্বংসী সাইক্লোন; বিশাল আকাশ...
ফ্রয়েডীয় মতবাদের মতন উচাটন!
মার্কস-লেলিনের সাম্যবাদী চিন্তার মতন উচ্ছৃঙ্খল!
আমি একবিংশ শতাব্দীর কবি; অদম্য শক্তিমান কবি!
আমি একবিংশ শতাব্দীর কবি!
অনিকেতের অনিকেত, দুরন্ত-দুর্বার উল্কাবৃষ্টি; অসীম তেজস্বী...
ফ্রেসার প্রমুখ নৃতাত্তি¡কদের মতন কী সুন্দর উদ্ভট!
হিটলারের না পাওয়ার বেদনার মতন আগ্রাসী!
আমি একবিংশ শতাব্দীর কবি; অদম্য শক্তিমান কবি!
আমি একবিংশ শতাব্দীর কবি!
ভার্চুয়ালের ভার্চুয়াল, অবিচল স্ফূলিঙ্গ; অসীম মহাকাল...
যান্ত্রিক সভ্যতার অভিঘাতের মতন বিষফল!
ফুলশয্যার প্রথম চুম্বনের মতন হিংস্র!
আমি একবিংশ শতাব্দীর কবি; অদম্য শক্তিমান কবি!
আমি একবিংশ শতাব্দীর কবি!
শক্তিমানের শক্তিমান, দুরন্ত-দুর্মর তুফান; অসীম মহাবিশ্ব
স্ট্যাচু অব লিবার্টির মতন আত্মঘাতী!
রাজনীতির কবির মতন আত্মবিশ্বাসী!
আমি একবিংশ শতাব্দীর কবি; অদম্য শক্তিমান কবি।