স্বপ্ন ভাঙার পর আমি আবারও স্বপ্ন দেখি;আরো আগ্রাসী স্বপ্ন !
ইশ্! আবার যদি বাবার আঙুল ধরে হেঁটে বেড়াতাম,
হোক না- ছেঁড়া জামা,হাজারটা লুঙ্গির ফুটো,রিপিটমারা জুতো !
চষে বেড়াতাম হালট্রি,মাধাইনগর,আমদই;
এক নিঃশ্বাসে সাঁতরে পার হতাম তুলসীগঙ্গা,
ঝানুমাল,অদম্য মুরারীপুর বলে কথা !

দ্বিতীয় জীবনের দরকার নেই আমার,
আসছে আবারও একটা কাব্য ;অদম্য কাব্য।
নিদ্রারসে জীবনস্রোত;অন্ধকার সূর্যালোতে অবিরল সুখ!
অসংখ্য বিপ্লব,রক্তনদী পেরিয়ে আজ উদ্দাম অনুভব
বুকের সুগন্ধে নেমে এসেছে যৌনকুয়াশা;তীব্র অভিকর্ষক টানে,
আমারও আজ বড্ড বেশি হাসি পায়।

কত সংকট,কত যুদ্ধ,কত পা চাটা গোলাম; ভরে গেছে পুরো দেশটা।
আমি এখনও অবিশ্বাসী;বিশুদ্ধ ধার্মিকের বড়ই অভাব।
সংবিধানের ধারা না অনুচ্ছেদ সেই তর্কে যাওয়ার দরকার নেই আমার
আসছে আবারও একটা কাব্য ;অদম্য কাব্য।