কঠিন পাথর ফেটে পানি বের হয়,
মানুষের হৃদয় বিগলিত হয় না!
সমুদ্র পালন করে মহান দায়িত্ব;
নীলনদে ডুবে যায় অত্যাচার;
আই উইটনেস হয়েও মানুষ-
ভুলে যায় সব নিদর্শন!
হত্যাকারী কোনো সম্পদ পাবে না;
ভ্রাতুষ্পুত্র ভয়ংকর হয়;
সূর্য পশ্চিম দিকে উঠবেই!
কঠিন পাথর ফেটে পানি বের হয়,
মানুষের হৃদয় বিগলিত হয় না!
মান্না- সালওয়া আজও আসে;
মধুর মতো মিষ্টি আর
পোষ মানা পাখির মতো অবাধ্য!
কৃত্রিম বাছুরের মূর্তি ;অবাক করা কথা!
তাবুত নামের সিন্দুক চিনলি না;
বনি ইসরাইলের সবাই বেইমান না;
সূর্য পশ্চিম দিকে উঠবেই!
কঠিন পাথর ফেটে পানি বের হয়,
মানুষের হৃদয় বিগলিত হয় না!
চিন্তা ও দর্শনের মোকাবিলায় অবিচল নয়;
কাদার পাখি উড়ে যায়;
শত্রুর ঘরে আশ্রয় হয়;
দুশো আশি দিন বলে লাভ নেই!
পিতা ছাড়া পুত্র;
তাজ্জব হওয়ার কিছু নেই!
নাজরানের প্রতিনিধিরা আজ কোথায?
সূর্য পশ্চিম দিকে উঠবেই!
কঠিন পাথর ফেটে পানি বের হয়,
মানুষের হৃদয় বিগলিত হয় না!
একসাথে চারজন নারীকে বিয়ে করলেই হবে না;
শর্ত আছেরে বেকুব!
উত্তরাধিকারের দুর্দান্ত খেলা আর
এতিমের অধিকার কিছু বোঝ?
যুদ্ধ যুদ্ধ খেলা আর কত খেলবি?
এখনতো পানির অভার নেই;
সূর্য পশ্চিম দিকে উঠবেই!
কঠিন পাথর ফেটে পানি বের হয়,
মানুষের হৃদয় বিগলিত হয় না!
সব বৈধ চুক্তি , অঙ্গীকার আজকের দুনিয়ার নয়রে বোকা;না সেই মহাবিস্ফোরণ!
কাক কখনও দ্বিতীয় সংসার সাজায় না;
লাশ গোপন করা এতো সহজ নয়;
ডাকাত, রাষ্ট্রদ্রোহী ও বিশৃঙ্খলাকারীদের শাস্তি;
দণ্ডবিধির নয়রে পাগল!
সূর্য পশ্চিম দিকে উঠবেই!
কঠিন পাথর ফেটে পানি বের হয়,
মানুষের হৃদয় বিগলিত হয় না!
সত্তর হাজারই কেনো; সেই প্রশ্ন অবান্তর!
সুন্দর পোশাক পার্টিতে পড়ে লাভ নেই;
ছয় জাতির ধ্বংস,জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী স্থানের নাম;
ইবলিশের কাহিনি মনে করে দেখো একবার;
সূর্য পশ্চিম দিকে উঠবেই!
কঠিন পাথর ফেটে পানি বের হয়,
মানুষের হৃদয় বিগলিত হয় না!
গণিমতের মাল সবসময় বৈধ নয়রে বেকুব!
যোদ্ধারা কত পাবে?
পদাতিক , অশ্বারোহী কত পাবে?
এক-পঞ্চমাংশ না হয় বুঝলাম!
আর কোথায় হিসাব?
সূর্য পশ্চিম দিকে উঠবেই!
কঠিন পাথর ফেটে পানি বের হয়,
মানুষের হৃদয় বিগলিত হয় না!
আরব বিজয়,রাষ্ট্র দখল;
তাবুক অভিযান শেষ হয়নি এখনও;
বিসমিল্লাহ না থাকলেই কবিতা মরে যায় না;
আধা,এক ঘণ্টা নয়;
এখনই আমার খুব কম মনে হয়;
সূর্য পশ্চিম দিকে উঠবেই!