মধ্যরাতের আগুন;আয় আজকে,
ফাঁকা বাসা,কেউ নেই; স্বামী বিদেশ!
রাজধানীর বঙ্গবাজারে প্রিয়ার শরীরে দুর্দান্ত আগুন;
নীলখেতের ধূধূ শূন্য মাঠ; ফসল এখনও ঘরে ওঠে নি;
দাউদাউ করে জ্বলছে লন্ডন;জ্বলে-পুড়ে ছারখার!
আগুনের ফুলকি যেনো আকাশ ছুঁতে চায়।
আজও সম্রাট নিরোর চোখের সামনে পুড়ছে রোম;
আগুনের দুরন্ত পৃথিবী বিগড়ে গেছে;
এই বুঝি ছিঁড়ে খাবে গোটা দুনিয়া!
তবুও বাঁশি বাজবে;কবি আসবেই...

মধ্যরাতের আগুন;কিচ্ছু করার নেই,স্বামী বিদেশ!
চীনের  ২৮ তলা ভবনে আগুন;
আমেরিকা ভোলে নি সেই দাবানলের কথা।
না , কেমন জানি আগুনের প্রতিবেদন হয়ে যাচ্ছে;
আমিতো কবিতা লিখতে এসেছি;
তোমাদের জন্য কবিতা ;
শেষ বিকেলের সেই শ্রেষ্ঠ কবিতা !
পেশটিগো না কি শিকাগো;
কনফিউজড্ হওয়ার দরকার নেই আর!
কবির কলমের আগুন ভীষণ বখাটে;আরো  ভয়াবহ;
কবি আসবেই...

মধ্যরাতের আগুন;কিচ্ছু করার নেই,স্বামী বিদেশ!
হে প্রিয় মাতৃভূমি, তুমি আর কেঁদো না;
একদম ভেবো না!
এই যে দেখো,আমি এসেছি...
নাশকতার মামলায় ফাঁসির মঞ্চ থেকে উঠে এসেছি-
জানি, পৃথিবীর মায়া ছেড়ে একদিন হঠাৎ করে আমি চলে যাব!
আমাকে নিয়েও অজস্র কবিতা লেখা হবে;
কতবার বলবো,কবির শক্তি যে অনেক!
কবি আসবেই...

মধ্যরাতের আগুন;কিচ্ছু করার নেই,স্বামী বিদেশ!
কারওয়ান বাজার,মহাখালী,টিটিপাড়া ,
ভাসানটেক,পুরান ঢাকার জনৈক এলাকা;
শুধু আগুন আর আগুন;
চারিদিকে আজ আগুনের খেলা।
কবির কলমের আগুন বড়ই মারাত্মক;
আমি বলছি- আসবে;কবি আসবেই...

মধ্যরাতের আগুন;কিচ্ছু করার নেই,স্বামী বিদেশ!
ছেলেবেলায় সুগন্ধা নামের মেয়েটি,
আমাকে বলেছিলো-আগুন নিয়ে খেলো না।
সেই সুগন্ধার কপাল পুড়লো আজ আগুনে,
মসজিদ,মন্দির,প্যাগোডা পুড়লো আগুনে,
সেক্সি তাজরিন ফ্যাশনে আগুন;
রোহিঙ্গা শিবিরে আগুন;
রিচার্ড রাংহামের হোমো ইরেক্টাসের আগুন!
হে প্রিয় বাঙালি , তুমি শুধু এইসব আগুনই দেখেছো;
কবির কলমের আগুন বড়ই সাংঘাতিক;
বিশ্বাস করো আমি বলছি- আসবে;কবি আসবেই...

মধ্যরাতের আগুন;কিচ্ছু করার নেই,স্বামী বিদেশ!
মার্কেট কিংবা বস্তিতেই কেনো আগুন?
বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা সিলিন্ডার লিকেজ;
ওরা কি বিএনপি নাকি আওয়ামী লীগ?
নাকি জামাত-শিবিরের অদৃশ্য হাত!
কার পকেট ভরলো আর কে ফকিরপতি হলো?
এতসব খতিয়ে দেখার কোনো দরকার নেই আমার,
শুধু দেখছি, রুবেল রানার প্যারাডক্স আর অ্যান্টিথিসিসের খেলা!
হে প্রিয় বন্ধু, অহংকার করো না!
সত্যি বলছি, আসবে;কবি আসবেই...