কদিন বাদে আমিও পত্রিকার হেডলাইন হবো;
সবার উপরে থাকবে আমার নাম; একদম উপরে!
হয়তো কুখ্যাত  নয়তো বিখ্যাত হিসেবে; আর না হয় প্রখ্যাত!
একের পর এক বেরিয়ে আসবে চাঞ্চল্যকর ঘটনা!
বিস্ময়ে কেঁপে উঠবে বাংলাদেশ; ধিক্কার জানাবে কুশীল সমাজ...
দুঃখিত! সুশীল সমাজ বলতে কিছু নেই;
জানি তখন আমার কিছু বলার থাকবে না হয়তো,
তবু চিৎকার করে বলবো-মানুষ চিনলো না;
জাতি মানুষ চিনলো না!

টকশোতে উচ্চারিত হবে একটায় নাম;
বিবিসি উচ্চারণ করবে একটায় নাম;
টিভির পর্দা ফাটাবে একটায় নাম।
নিন্দুকেরা বলবে এটা কোনো কাম হলো ?
শালাতো জিতেই গেল!
আর শুভাকাঙ্ক্ষি যারা ছিল; লজ্জায় মুখ লুকাবে!
ব্যতিহার বহুব্রীহির ভঙ্গিতে বলবে-এই ছিল তোর মনে রে!
তবু চিৎকার করে  বলবো-মানুষ চিনলো না;
জাতি মানুষ চিনলো না!

উঠতি বয়সের তরুণীরা ছুটে আসবে, বুকের ওড়না গলায় ঝুলিয়ে...
একটা অটোগ্রাফ পাওয়ার নেশায়; দারুণ নেশা!
আল জাজিরা মিথ্যা রিপোর্ট করবে,
বাজেয়াপ্ত হবে আমার কবিতা;
কাব্যসৃষ্টি লকডাউন করে দেবে।
তবু চিৎকার করে  বলবো-মানুষ চিনলো না;
জাতি মানুষ চিনলো না।


অনলাইন দুনিয়া শাসন করবো আমি!
অফলাইন করেছি কয়েক কোটি বছর।
আমার ভেতরেও ‘বিগ ব্যাং’ লুকে আছে;
কেবল বিস্ফোরিত হবার পালা।
প্রিয়জনেরা হাত তালি দেবে; বলবে এবার খেলা শুরু...
নিন্দুকেরা নাস্তিক বলবে; সাথে জুড়ে দেবে -আওয়াজ কম হবে!
তবু চিৎকার করে আরো একবার বলবো-মানুষ চিনলো না;
জাতি মানুষ চিনলো না।