ওরা আমাকে একাত্তর ভুলে যেতে বলে;
আর দাপটের সাথে বলে,
সবাই পালিয়ে গেছে;ফিরবে না আর;
রিসেট বাটনের দাপট;
লা-শাতেলিয়ারের নীতির দাপট!
সমস্ত শহর জুড়ে এখন  রঙের খেলা;
ট্রাফিক পুলিশ নেই আর;
পুলিশ এখন অসহায় হয়ে গেছে;
বুকের ওড়না গলায় উঠেছে;
হেডলাইটে নিস্ক্রিয় গ্যাস জ্বলে -
ওঠে দাউদাউ করে;
সেনাবাহিনী এখন লেজ গুটিয়ে নিয়েছে;
আনসার বাহিনী এখন কোথায়,তা জানি না;
নিউক্লিয়াসের বাহিরে যেনো সবাই;
কক্ষপথহীন ইলেকট্রন হয়ে ঘুরছে!
উৎপাদ,প্রভাবক কিংবা বিক্রিয়ক নেই আর;
ধাতু,অধাতু কিংবা হাইড্রোক্সিল
জামিন পেয়ে গেছে;কেল্লাফতে!
ইলেকট্রন বিন্যাস কিভাবে সম্ভব!
ভেবেছিলাম আর কোনোদিন কবিতা লিখবো না;কিন্তু না,পারলাম না;আবার কলম ধরতেই হলো;ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আর;
নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার ভয়!
একদম ভয় পাই না আমি;কারণ আমি কবি!
আমার আছে একাত্তরের  ফিউশন বিক্রিয়া;
ভুলে যেও না; হে আগামী দিনের কবি;
যুদ্ধক্ষেত্র থেকে পিছুহটা মানেই
পরাজয় নয়;কবি আসবেই!

ওরা আমাকে একাত্তর ভুলে যেতে বলে;
বঙ্গবন্ধুর  ভাস্কর্য টেনে হিঁচড়ে মাটিতে নামায়; অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিডের মতো; বুকের বাম পাশটায় যেনো চিনচিন করে ওঠে;
নির্বাচিত সংকর ধাতুর মানহানিতে;
পর্যায় আর গ্রুপিং  খেলার হিংস্রতায়!
পারমানবিক ভরসংখ্যা দ্বিগুণ করে লাভ নেই ; একমুখী বিক্রিয়ার অস্তিত্ব কোনোদিনই ছিলো না;সমস্ত বিক্রিয়াই উভমুখী; ভুলে যেও না!
ভেবেছিলাম আর কোনোদিন কবিতা লিখবো না;কিন্তু না,পারলাম না;আবার কলম ধরতেই হলো;ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আর;
নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার ভয়!
একদম ভয় পাই না আমি;কারণ আমি কবি!
আমার আছে একাত্তরের  ফিউশন বিক্রিয়া;
ভুলে যেও না; হে আগামী দিনের কবি;
যুদ্ধক্ষেত্র থেকে পিছুহটা মানেই
পরাজয় নয়;কবি আসবেই!

ওরা আমাকে একাত্তর ভুলে যেতে বলে;
শেখাতে চায় মিথেন থেকে ডেকেন অবধি;
মনোমার থেকে পলিমারের দস্যুতা;
ক্লোরিনের সাথে দুনিয়ার  সমস্ত প্রতারণা;
বেকিং পাউডার আর  ভিনেগারের ষড়যন্ত্র;
ব্লিচিং পাউডারে ভরে গেছে সমস্ত কারাগার;
তাপোৎপাদী কিংবা তাপহারী  ধর্ষণে;
সংযোজন, বিয়োজনের খেলাায় মত্ত সবাই!
প্রতিস্থাপন আর দহন বিক্রিয়ায়;
দেশটা যেনো কঠিন থেকে তরল কিংবা গ্যাসীয়;
ভেবেছিলাম আর কোনোদিন কবিতা লিখবো না;কিন্তু না,পারলাম না;আবার কলম ধরতেই হলো;ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আর;
নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার ভয়!
একদম ভয় পাই না আমি;কারণ আমি কবি!
আমার আছে একাত্তরের  ফিউশন বিক্রিয়া;
ভুলে যেও না; হে আগামী দিনের কবি;
যুদ্ধক্ষেত্র থেকে পিছুহটা মানেই
পরাজয় নয়;কবি আসবেই!

ওরা আমাকে একাত্তর ভুলে যেতে বলে;
অ্যালকোহল, অ্যালডিহাইডের ডাকাতি শেখায়;
ফ্যাটি অ্যাসিডের গল্প শোনায় এখন;
অক্সিজেনের সাথে দহন  বিক্রিয়ার হুমকি!
জৈব- অজৈব বিক্রিয়ার ধর্ষণ;
পৃথিবী তৈরির দুর্দান্ত সিলিকন ওরা ভুলে যেতে চায়;আগ্নেয়শিলার গল্প করিস নাতো আর!
অ্যাসিডের তীব্রতার ক্রম আমাকে শেখায়;
আয়রন নিষ্কাশন প্রক্রিয়ার ফাজলামি;;
জারণ-বিজারণের যুগপৎ বিক্রিয়া;
ভেবেছিলাম আর কোনোদিন কবিতা লিখবো না;কিন্তু না,পারলাম না;আবার কলম ধরতেই হলো;ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আর;
নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার ভয়!
একদম ভয় পাই না আমি;কারণ আমি কবি!
আমার আছে একাত্তরের  ফিউশন বিক্রিয়া;
ভুলে যেও না; হে আগামী দিনের কবি;
যুদ্ধক্ষেত্র থেকে পিছুহটা মানেই
পরাজয় নয়;কবি আসবেই!