কবিতার রাজ্যে আমি ডাকাত হবো;
দস্যুতার সমীকরণ এনে দেবে তুমি;
আর ছিনতাই করে নেবো তোমার মন!
কবিতার রাজ্যে আমি ডাকাত হবো;
আমি হাজার হাজার কবিতার জন্ম দেবো;
লক্ষ-কোটি কবিতা;
তুমি শুধু কবিতা পড়বে
আর আমি প্রাণভরে শুনবো!
সারারাত পাশে বসে,কবিতা শুনবো;
তাতেই আমার চলবে...
কাম-বাসনার সঙ্গী না হলে,
তোমার কণ্ঠের দামামায় সবই আছে;
নতুন করে কিছু দরকার নেই;
আর কী দরকার বলো?
ধ্রুপদী চেতনা থেকে আজ অবধি সব!
একদম ভেবো না তুমি;
আর কিছু দরকার পড়বে না আমার!
কবিতার রাজ্যে আমি ডাকাত হবো;
দস্যুতার সমীকরণ এনে দেবে তুমি;
আর ছিনতাই করে নেবো তোমার মন!
দুনিয়ার সমস্ত নেশার চেয়ে দামী নেশা;
কবিতার নেশা ;বড় নেশা!
লোক লজ্জার ভয় দূরে ঠেলে,
তোমাকে ঝাপটে ধরবো!
আর চিৎকার করে শোনাবো
আমার আজ কেউ না থাকুক;
এক বন্ধু আছে সাথে!
কেমন হবে, বলোতো?
কবিতার রাজ্যে আমি ডাকাত হবো;
দস্যুতার সমীকরণ এনে দেবে তুমি;
আর ছিনতাই করে নেবো তোমার মন!
দিনে চিঠি দিয়ে ডাকাতি করবো;
আদিম যুগের ডাকাতি;
আদিম খেলায় মেতে উঠবো;
কেমন হবে,বলোতো?
সবাই আতঙ্কে থাকবে;
কোনো শব্দ নেই;
সাড়াশব্দ নেই;
পিন পতন শব্দ ; না তাও না!
কোনো কথা হবে না;
একদম নিস্তব্ধ!
কেমন হবে বলোতো?
কবিতার রাজ্যে আমি ডাকাত হবো;
দস্যুতার সমীকরণ এনে দেবে তুমি;
আর ছিনতাই করে নেবো তোমার মন!
কলিজা,ফিফসা ঠান্ডা করে আবার শুনবো;
তোমার কণ্ঠের দামামা!
কবিতার রাজ্যে আমি ডাকাত হবো;