চল্লিশ বছর পরে,জেন জির চোখে-
এ কাকে দেখি আমি?
চল্লিশ বছর পরে...
সুলতানা, আরে বেইমান তুই!
মিথ্যাবাদী, কেমন আছিস বল?
জানিস, আমি আর গান লেখি না;
সারারাত ধরে বেদনার কোনো সুর করি না;
পি.ভি শেলীর আওয়ার সুইটেস্ট সং!
হঠাৎ যখন ঘুম ভেঙে যায়,তখন-
এপাশ- ওপাশ কিছুই খুঁজে ফিরি না;
রূপক সৌন্দর্যের কল্পনা করি না;
ডেফোডিল ফুল নাকি সেটা আমারি ভুল?
কে জানে সেই রহস্য!
আচ্ছা,বাদ দে;
আজ যখন এতো বছর পরে দেখা হলো;
তাহলে শোন,এই অট্রালিকা,গাড়ি- বাড়ি,
টাকা- পয়সা, ধন-সম্পদ সবকিছু তুই নিয়ে যা !
শুধু বিনিময়ে আমার ভালোবাসা ফিরিয়ে দে,
তুইতো এসবই চেয়েছিলি; তাই না?
কয়েকশ কোটি টাকা আজ ব্যাংকে পড়ে আছে ; সবকিছু তুই নিয়ে যা ; সব;
সব কিছু নিয়ে যা;যা...
জানিস,
দুদক দিনে আট-দশবার ফোন দেয় আমায়;
এই আমাকে;বলে,এতো টাকার মালিক-
কেমনে হলাম আমি?কি এমন ব্যবসা আছে আমার? আরো কত সব অবান্তর প্রশ্ন!
হাসপাতাল,রিয়েল এস্টেট,বস্ত্র,হোটেল বিজনেস,মাগির দালাল,
সব রকমের ব্যবসা আছে আমার!
বিশ্বাস কর, এতো সম্পদের মালিক আমি হতে চাইনি কখনো;বেঁচে থাকার জন্য এতো অর্থ- সম্পদের দরকার নেই আমার;
শুধু তোর জন্যরে বেইমান,
শুধু তোর জন্য,কোনো রাত ঘুমাতে পারিনি;
টাকার মেশিন হয়ে ঘুরি আজও!
আরে দেখ না; কী হলো দেখ দেখ;
সবকিছু তুই নিয়ে যা !
তার বিনিময়ে শুধু ভালোবাসা ফিরিয়ে দে!
আমার ভালোবাসা ফিরিয়ে দে...
এই শোন,যা ; যা...
জানিস, সুলতানা...
হৃদয়ের চেয়ে মারাত্মক অস্ত্র আর নেই!
কোথাও পাবি না; কোত্থাও না!
জানিস,সোহাগ বন্ধু বলেছে,
ভালোবাসা নাকি দূর থেকেই সুন্দর মনে হয়!
আমার পৃথিবীতে কেউ নেই নাকি?
জানি,তার কোনো লাভ হবে না তাতে,
এতো চুদু নয় সে!
আমি বলি কী শোন,সামান্য ওহেদ পাংগা নয়,
এ দেশের বড় বড় এসপি,ডিসি,জজ,ব্যরিস্টার,
উকিল-মোক্তার,ডাক্তার,ইঞ্জিনিয়ার,রকেট বিজ্ঞানী,বুদ্ধিজীবী, বিসিএস খ্যাডরি, ভবঘুরে,নতুন সরকার,সরকারের চাকর,
বেশ্যার দালাল,সবাই পড়ে থাকে এখন-
আমারি রাজত্বে;এই যে এখানে!
এমনকি জেফ বেজোস,ওয়ারেন বাফেট,
বিল গেটস,ইলন মাস্ক ভয় পায় আমাকে,
রতন টাটাতো মরেই গেলো সেই শোকে!
মুকেশ আম্বানিও ভীষণ আতঙ্কে আছে;
পুতুল কী আর সুখ দিতে পারে?
সাম্প্রতিক দৃশ্যপটের ভীড়ে,
এইতো সেদিনের কথা!
যা; যা...
জানিস,
শুধু ইউরোপ,আমেরিকা,কানাডায় নয়,
তুই চাইলে মঙ্গলগ্রহে তোকে প্রাসাদ বানিয়ে দিতে পারি,বিনিময়ে আমার ভালোবাসা ফিরিয়ে দে;শুধু আমার ভালোবাসা ফিরিয়ে দে!
আচ্ছা তোর কি মনে হয় বল দেখি!
অ তাই বুঝি; হা হা হা...;এই চিনলি আমায়!
আমাকে চার পয়সার কবি ভেবেছিস;
তাহলে দূরেই থাক,যা, সরে যা!
তুই কেমনে জানলি,বল...
তুই কেমনে জানলি বল,কেমনে জানলি?
তোর জন্য আমি কী করিনি বল;
এই শোন, যা; যা...
জানিস,সুলতানা...
আমি আর কবিতা লেখি না;
কবিতা চিরকালই উন্মুক্ত নারী!
নিত্য মিলনে নিত্য বিরহ;
রূপকথার গল্প শুনি না আর;
নায়াগ্রা জলপ্রপাতের কাছে গিয়ে;
এক্কেবারে লেপ্টে ধরে;
পৃথিবীর সব আশ্চর্য জড়ো করেও
তোর মনটা বুঝতে পারিনি!
নিউক্লিয়াসের বাহিরে থেকেও
কবিতা লিখতাম আমি!
নিপাতনে সিদ্ধ, বিসর্গ সন্ধি কেমনে বুঝবি বল?
আওয়ামী লীগ, বিএনপি,জামায়াত-শিবিরের
ভয় দেখাস আমায়;
ওদেরকে তুই নিজেই জিজ্ঞেস করে দেখ-
আমার নাম শুনলে ডক্টর ইউনূসও ভয়ে কাঁপে!
দরবেশ,পীর-মুরিদ,মিলান কুন্ডেরা পড়ে থাকে আমারি আস্তানায়!
পাগলের সুখ মনে মনে ভাবিস না;
যা; যা...
আমি জানি,
এই সব বিপ্লব,বিক্ষোভ,সংঘাত সব তোর জন্য হয়েছে;প্রেমের আধিপত্য বিস্তার তুই কী করে বুঝবি? তুই কী করে বুঝবি বল!
চুক্তি,সম্মেলন, সনদ,প্রটোকল কিংবা রিপোর্ট সমীক্ষা তুই কী করে বুঝবি?
তুই কী করে বুঝবি!
বিমান নিয়ে যেখানে পালিয়ে যায় প্রবল ক্ষমতাধর প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতি,চেলা,চামচা আরো কত উকরি- পুকরি!
বেআইন উপদেষ্টা আসিফ নজরুলের ভয় দেখাস আমায়;হায় আল্লাহ, কখন ক্ষমতা যায়;
আর কদিন পরেই আমি তাকে সরিয়ে দেবো;
কবির শক্তি সম্পর্কে তোর মিনিমাম ধারণা নেই;
বায়ান্নর দিনগুলো সিলেবাস থেকে তুলে দিলেই
কবি হওয়া যায় না; কবির শক্তি যে অনেক!
মানুষের হৃদয় এতো সস্তা নয়!
দুঃখিত বাংলাদেশে কোনো আইনই নেই!
চীনের আগ্রাসী বিজনেস তুই কী করে বুঝবি?
একমাত্র পরাশক্তি এখন আমি!
ট্রাম্প প্রশাসনের কোনো বেল নেই আর;
যা সরে যা; একদম দূরে সরে যা;
আমার পৃথিবীটা আমি একাই সাজাবো!
তুই কেমনে জানলি,বল...
তুই কেমনে জানলি,বল...
তোর জন্য আমি কী করিনি বল;
যা,যা,একদম দূরে সরে যা...
আমার নাম তুই ভুলেও উচ্চারণ করবি না;
বেইমান,মিথ্যাবাদী,
এই শোন,যা;যা...
জানিস,
গভীর রাতে জানালা আঁকড়ে ধরে তোকে
একটু দেখতেই গিয়েছিলাম,কাম- বাসনার সঙ্গী হতে নয়;একটিবার হলেও দেখা পাবো এই ভেবে,
সকাল,দুপুর, রাত কেমনে কাটে এই ভেবে;
কেমন আসিস এই ভেবে;মনে পড়ে সেই কথা;
ধনী-গরিবের পাল্লায় মেপেছিলি সেদিন;
টাকার মেশিন চিনলি না!
জীবন-যৌবনের রসায়ন এতো সহজ নয় বুঝলি!
জৈব যৌগ না অজৈব যৌগ, তা কী করে বুঝবি বল; অ্যালিফ্যাটিক নাকি অ্যারোমেটিক তা কী করে বুঝবি বল; কী করে বুঝবি বল!
এই শোন,একদম দূরে সরে যাবি...
যেখানে সব বিচ্ছিন্ন; না-ইন্টারনেট,না- গুগল মামা;গ্রাম,শহর, নগর,বন্দর সব; সব বিচ্ছিন্ন!
ফেইসবুক,টুইটার,ওয়াটসঅ্যাপ সব বন্ধ; সব!
তা না হলে আমি সমস্ত পৃথিবীতে-
আগুন ধরিয়ে দেবো;
তছনছ করে দেবো সুখের সংসার;
কাউকেই আমি সুখে থাকতে দেবো না!
তুই হয়তো জানিস না,কবিকে দুঃখ দিতে নেই;
কতবার বলবো,কতবার বলবো;
কবির শক্তি যে অনেক!
যা; যা...
জানিস,সুলতানা
স্থানাঙ্ক জ্যামিতি আমিও বুঝি!
দূরত্ব,ছেদবিন্দু,ক্ষেত্রফল,ঢাল
আমি বিচ্ছিন্ন করে দেবো; বিশুদ্ধ ত্রিভুজের প্রকৃতি আমি চুরমার করে দেবো!
কাউকেই আমি শান্তিতে থাকতে দেবো না!
আরে বেইমান,যার পকেটে অসংখ্য নূর,নাহিদ,মুগ্ধ সারজিস,যার পকেটে অগণিত ইলিয়াস, পিনাকী আর যার পকেটে সলিমুল্লাহর মতো ভরি ভরি ইনটেলেকচুয়াল প্রপার্টি!
যার পকেটে আইএমএফ, বিশ্বব্যাংক,
যার পকেটের শক্তিশালী ন্যাটো পথ খুঁজে পায়,তাকে তুই চিনবি না!
আবারো সবকিছু আমি লকডাউন করে দেবো,
এবার আর শক্তিশালী করোনা হয়ে নয়,
না কোনো শক্তিশালী সিন্ডিকেট হয়ে,
কোচিং জগতের আন্দালিব-পুতিনকে চিনবি না!
সামান্য পনেরো বিঘা আলুর গল্প করিস তুই;
আলু মার্কা ব্যক্তিত্ব আমার নয় বুঝলি?
বিএমডব্লিউর রহস্য তুই কী করে বুঝবি?
এই শোন,যা; যা...
জানিস,
ওরা এখন হিংসা করে আমায়;
মুখের উপরেই বলে দেয়-
পৃথিবীর সব কেলেঙ্কারি নাকি একা করেছি আমি; হলমার্ক,পানামা পেপারস,মোসাক ফনসেকা,মেমোগেইট,ওয়াঠা গেইট কেলেঙ্কারি,
আরও কত কী!
সুইস ব্যাংক এখন নাকি আমার টাকায় চলে!
বলি কী শোন,এই সব অর্থ- প্রতিপত্তি,ধন-সম্পদ, গান,কবিতা,গদ্য-পদ্য,গ্রন্থ,শ্লোক তুই নিয়ে যা; এইসব আলু,ধানখেত,ফসলের মাঠ,অট্রালিকা,গাড়ি- বাড়ি,ধন- সম্পত্তি,ফ্যাসিবাদ সবই পড়ে রবে;
আওয়ামী লীগ,বিএনপি,জামায়াত -শিবিরের ভয় দেখাস আমায়;আমি কারো রাজত্ব মানি না,প্রজার এই রাজত্বে!
আমাকে চার পয়সার ফালতু কবি ভাবিস না!
শুনিসনি,জমিন বের করে দেবে তার বোঝা!
দুনিয়ার সবকিছুর বিনিময়ে তোর ভালোবাসা কিনতে চেয়েছিলাম;শুধুই ভালোবাসা!
আমিও ভিখু সাজতে চেয়েছিলাম;
মানিক বাবুর সেই দুর্দান্ত ভিখু;
শেষমেষ কী হলো বল,জবাব দে!
আমার কিচ্ছু দরকার নেই; শুধু আমার ভালোবাসা ফিরিয়ে দে!
বিনিময়ে আমার ভালোবাসা ফিরিয়ে দে!
পারবি? বল,পারবি,জবাব দে;
আরে বেইমান তুই কেমনে জানলি,
ভালোবাসার শেষ ফল,বুকে ব্যথা, চোখে জল!
তুই কেমনে জানলি বল; বল আমাকে বল;
কি হলো;বল,জবাব দে; উত্তর দিচ্ছিস না কেন্ ?
এই শোন,তোর জন্য আমি কি করিনি বল?
এই চুপ,কোনো কথা বলবি না,একদম চুপ!
মিথ্যাবাদী,বেইমান!
যা, যা,চলে যা...