ইদানিং কখন দিন আসে;
কখন রাত হয়;
কিছুই মনে থাকে না!
আহ্নিক গতি,বার্ষিক গতির গন্ধ খুঁজে পাই না;
আলুর মৌসুম নাকি ধানের সময়;
কিছুই মনে থাকে না;
মরাকটাল নাকি তেজকটাল;
কিছুই মনে থাকে না ;
শুধু জানি, জিততে তোমাকে হবেই;
যদি মন থেকে চাও,তবে হাডুডু কেনো;
পৃথিবীর সমস্ত শক্তি এক হয়ে গেলেও
তোমাকে কেউ থামাতে পারবে না;
বিজয় কিন্তু আসবেই!

ইদানিং কখন দিন আসে;
কখন রাত হয়;
কিছুই মনে থাকে না!
তুলসীগঙ্গার ভরা যৌবন নাকি শুকে গেছে;
কিছুই মনে থাকে না!
গ্রাম্য মাতব্বরেরা থেমে গেছে
নাকি সজাগ আছে;
কিছুই মনে থাকে না!
আমাকে নিয়ে ব্যস্ত নাকি অন্যকিছু;
কিছুই মনে থাকে না!
মসজিদে বিচার হবে নাকি খোলা ময়দানে;
কিছুই মনে থাকে না!
যুদ্ধাপরাধী নাকি ইনকিলাব জিন্দাবাদ;
কিছুই মনে থাকে না!
নেট দুনিয়ায় উত্তাপ ছড়ায় নাকি আগুন ঝড়ায়;
কিছুই মনে থাকে না!
বয়স বাড়ছে জ্যামিতিক হারে
নাকি গাণিতিক হারে;
কিছুই মনে থাকে না!
ফাস্ট রিপাবলিক নাকি সেকেন্ড রিপাবলিক ;
কিছুই মনে থাকে না!
শুধু জানি,জিততে তোমাকে হবেই;
বিজয় কিন্তু আসবেই;
বিজয় আসবেই!