আমার একটা ভূমি লাগবে, ভূমি;দ্বিখণ্ডিত ভূমি!
হোক না সেটা অর্পিত,স্থাবর কিংবা অস্থাবর;
ইন্দ্রিয়গ্রাহ্য কিংবা অগ্রাহ্য কপিরাইট,ট্রেডমার্ক;
শুধুই কী সামন্তবাদ ; আজরাইলের মত নির্দয়!
কলঙ্কের দাগ ,পর্চা,জে এল নাম্বার -
আমার কিছুই লাগবে না;
কার ফসল ফলার কথা?
কে চাষ করবে?
কে ফসল বুনবে?
আর কে ফসল ঘরে তুলবে?
এতোসব গোনার টাইম নেই আমার;
আমার শুধু ভূমি লাগবে,ভূমি; উর্বর ভূমি!
জমিদার,রায়ত,প্রজার গল্প শুনতে
চাই না আমি;
উপরে,নিচে সবখানে আমার আধিপত্য চাই;
অ্যালুভিওন,ডিলুভিওন দেখার সময় কোথায়?
এতোসব দেখার সময় কোথায় আমার?
আমার একটা ভূমি লাগবে,ভূমি;উর্বর ভূমি!
মাতাল জরিপে হাত পড়েছে কার?
কে পাল টেনেছে আর কার পাল ছিঁড়েছে;
সেটা দেখার সময় কোথায় আমার ?
হেলাল হাফিজের মতো বোকামার্কা কবি-
ভেবো না আমায়;আমি তোমার, তুমি আমার কবিতা লিখি না আমি;
মুন সিনেমা হল আমি হাজারটা বানাতে পারি; কিসের বাল হেলেন?
পৃথিবীতে একটাই নারী আছে নাকি?
হাজার হাজার আছে,লক্ষ-কোটি আছে!
জীবনানন্দের মতো মিথ্যাবাদী কবি ভেবো না আমায়; ডাহা মিথ্যাবাদী কবি;
এখন আমিও যে কবি; সত্যের কবি!
এখন আমিই শুধু খেলবো!
রবী ঠাকুরের মতো সস্তা কবি ভেবো না আমায়;
বিশ্বকবি এখন আমি; এখন কারো বেল নেই!
এতোসব গোনার টাইম নেই আমার!
আমার একটা ভূমি লাগবে,ভূমি; দ্বিখণ্ডিত ভূমি!
পত্তনি, কবুলিয়ত,লম্বা না আড়াআড়ি?
জানতে চাই না আমি;শুধু আমার ভূমি লাগবে ভূমি; দ্বিখণ্ডিত ভূমি;একদম উর্বর!
জরিপ খতিয়ানে ভূমিক্ষয় হয়েছে কী না?
সাদা-কালো,ফর্সা-ধলো একই কথা;
বাতি নিভালে সব একই কথা!
এসএ কিংবা আরএস দৌঁড়ে পালিয়েছে কী না?
সিএস,বিএস কারো বুকে মাথা রাখলো কী না?
কার ঘরে শিকল পড়লো?
আর কে গ্রাম্য মাতব্বরি করলো?
আর কার শরীরে যৌবনের আগুন ধরলো?
কে রঙিন স্বপ্ন দেখালো?
আর কার যৌবন ভেসে গেলো?
কে হাহাকারে ফকির হলো আর কে ফকন্নি?
এতোসব দেখার সময় কোথায় আমার?
আমার একটা ভূমি লাগবে,ভূমি ; উর্বর ভূমি!
মৌজা,নকশায় কার হাত ঢুকেছে?
অগ্রক্রয় নাকি পরক্রয় ঘটেছে?
এতোসব জানার সময় কোথায় আমার ?
অনসাইট,অফসাইট সব সাইটই এখন আমার ;
এখন আমিই শুধু খেলবো; তুমি দেখবে!
আর কারো অধিকার নেই খেলার;
মহল,পরগণা,জেলা সবখানে;
সাড়া মাঠ ফাঁকা করে দাও;
এখন আমিই একমাত্র খেলোয়াড়!
মেসি,রোনালদো,জিনেদিন জিদান,
কোনো পেলে কিংবা বাপ্পে-টাপ্পের বেল নেই আর
কিসের সাকিব আল, কিসের মাশরাফী?
কিসের লারা আর কিসের শচীন?
এসব গোনার টাইম নেই আমার!
আমার একটা ভূমি লাগবে,ভূমি;দ্বিখণ্ডিত ভূমি!
কোনো বর্গাদার তৈজি,রেসা থাকবে না সেখানে,
এখন আমিই শুধু খেলবো!
বিভাগ,দেশ,মহাদেশ,মহাবিশ্ব সব;সবখানে!
সব ধরনের খেলাই আমি খেলবো আজ;
উপসাগর,সাগর,মহাসাগর সবখানে!
এখন আমিই একমাত্র খেলোয়াড়!
উপরিস্বত্ব কিংবা দখলিস্বত্ব সবখানে;
স্যাট,ন্যাট,ভূমি সংস্কার সব;সবখানে!
সময় এখন শুধুই আমার; আর কারো নয়!
ঐসব ম্যারাডোনা-ট্যারাডোনার কথা ভুলে যাও!
নামজারিতে আমার নাম দেখতে চাই না আমি!
দরকার নেই এতোসব ক্যাপ্রজ্যো ভঙ্গী!
ডিয়ারা খতিয়ান দরকার নেই আমার;
পাঁচসনা,দশসনা দরকার নেই আমার;
চিরস্থায়ী বন্দোবস্ত দরকার নেই আমার;
এতোসব আইন,অধ্যাদেশ দরকার নেই আমার;
এতোসব প্রজ্ঞাপণ,বিধি,প্রবিধিমালা-
দরকার নেই আমার;
আমার একটা ভূমি লাগবে ভূমি;
দ্বিখণ্ডিত ভূমি!