আস্তাগফিরুল্লাহ্
-শফিক নজরুল
আমি ইবলিশের সাথে ইবলিশ হয়ে ঘুরি;
তার ভেতরের কষ্ট দেখবো বলে;
আমার চেয়ে বেশি কষ্ট ছিলো কী না?
তবুও ইবলিশ হতে পারিনি!
আলহামদুলিল্লাহ; আমি মুসলমান!
লা ইলাহা ইল্লাল্লাহ্...
এরকম ডাকাত আছে না নাই?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ্।
হ এবার ঠিক আছে!
সুবহানাল্লাহ্,সুবহানাল্লাহ, দুইবারই থাক;
পড়বোরে ভাই আবার নামাযের শেষে;
চিল্লাইয়া কও,ঠিক কী না?
চোখে বালি পড়েনি এখনও,
বদর যুদ্ধের বালি!
কী করে বলবো যে পৃথিবীর কোনো ধর্মই
মানুষকে অশ্লীলতা শিখায় না!
আল্লাহু আকবার,আল্লাহু আকবার;
তওবা, তওবা; আস্তাগফিরুল্লাহ্!
আমি ফেরাউনের সাখে ফেরাউন হয়ে ঘুরি;
তার ভেতরের অহংকার দেখবো বলে;
আমার চেয়ে বেশি অহংকার ছিলো কী না?
তবুও ফেরাউন হতে পারিনি!
চোখে বালি পড়েনি এখনও,
বদর যুদ্ধের বালি!
এখন অবশ্য অযু করি, পাঁচ ওয়াক্ত নামায পড়ি;
সিজদাহ্ করি;আল্লাহ্ খুব কাছে চলে আসে!
আল কোরআন পড়ি;হাদিস পড়ি;
ইজমা,কিয়াস নিয়ে ভাবতে থাকি!
আলহামদুলিল্লাহ্;আমি মুসলমান!
কী করে বলবো যে পৃথিবীর কোনো ধর্মই
মানুষকে অশ্লীলতা শিখায় না!
আল্লাহু আকবার,আল্লাহু আকবার;
তওবা, তওবা; আস্তাগফিরুল্লাহ্!
আমি নমরুদের সাথে নমরুদ হয়ে ঘুরি;
তার ভেতরের দাম্ভিকতা দেখবো বলে;
আমার চেয়ে বেশি দাম্ভিক ছিলো কী না?
তবুও নমরুদ হতে পারিনি!
চোখে বালি পড়েনি এখনও,
বদর যুদ্ধের বালি!
এখন অবশ্য অযু করি, পাঁচ ওয়াক্ত নামায পড়ি;
সিজদাহ্ করি;আল্লাহ্ খুব কাছে চলে আসে!
আল কোরআন পড়ি;হাদিস পড়ি;
ইজমা,কিয়াস নিয়ে ভাবতে থাকি!
আলহামদুলিল্লাহ্;আমি মুসলমান!
কী করে বলবো যে পৃথিবীর কোনো ধর্মই
মানুষকে অশ্লীলতা শিখায় না!
আল্লাহু আকবার,আল্লাহু আকবার;
তওবা, তওবা; আস্তাগফিরুল্লাহ্!
আমি কারুনের সাথে কারুন হয়ে ঘুরি;
তার ভেতরের কৃপণতা দেখবো বলে;
আমার চেয়ে বেশি কৃপণ ছিলো কী না?
তবুও কারুন হতে পারিনি!
হবোইবা কী করে বলো?
দুনিয়ার সমস্ত সম্পদ আমি তুচ্ছ মনে করি!
দুহাতে লিখে দেই অন্যের নামে;
চোখে বালি পড়েনি এখনও,
বদর যুদ্ধের বালি!
এখন অবশ্য অযু করি, পাঁচ ওয়াক্ত নামায পড়ি;
সিজদাহ্ করি;আল্লাহ্ খুব কাছে চলে আসে!
আল কোরআন পড়ি;হাদিস পড়ি;
ইজমা,কিয়াস নিয়ে ভাবতে থাকি!
আলহামদুলিল্লাহ্;আমি মুসলমান!
কী করে বলবো যে পৃথিবীর কোনো ধর্মই
মানুষকে অশ্লীলতা শিখায় না!
আল্লাহু আকবার,আল্লাহু আকবার;
তওবা, তওবা; আস্তাগফিরুল্লাহ্!