আজ আমি বাকস্বাধীনতা পেয়েছি;
বাকস্বাধীনতা পেলেই আমি উন্মাদ হয়ে যাই!
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে এখন আর
রকেট বিজ্ঞানী হওয়া লাগে না,
সরকারের দালালী করতে এখন আর
রকেট বিজ্ঞানী হওয়া  লাগে না,
কে রাজাকার আর কে বাঙালি?
মনে রাখা হবে না,
সবকিছু ভুলে যাব,
আমি কাউকেই মনে রাখবো না,
কে ভের্নার আর কে মাস্ক?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
কে পিটার আর কে রবার্ট?
মনে রাখা হবে না,
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব ;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!

আজ আমি বাকস্বাধীনতা পেয়েছি;
বাকস্বাধীনতা পেলেই আমি উন্মাদ হয়ে যাই!
তোমার হৃদয়ের দেশে ঘুরে আসতে
এখন আর রাজনীতিবিদ হওয়া লাগে না,
কে মহাত্মা আর কে মুজিব?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
কে  জিয়া আর কে ডক্টর ?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব ;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!

আজ আমি বাকস্বাধীনতা পেয়েছি;
বাকস্বাধীনতা পেলেই আমি উন্মাদ হয়ে যাই!
তোমার হৃদয়ের গভীরে ঘুরে আসতে এখন আর
মনোবিজ্ঞানী হওয়া লাগে না,
কে প্লেটো আর কে উন্ড?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!

আজ আমি বাকস্বাধীনতা পেয়েছি;
বাকস্বাধীনতা পেলেই আমি উন্মাদ হয়ে যাই!
তোমার হৃদয়ের প্রকৃতি ঘুরে আসতে এখন আর
দার্শনিক হওয়া লাগে না,
কে সক্রেটিস আর কে ডেসকার্টেস?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব ;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!

আজ আমি বাকস্বাধীনতা পেয়েছি;
বাকস্বাধীনতা পেলেই আমি উন্মাদ হয়ে যাই!
তোমার হৃদয়ের উব ঘুরে আসতে এখন আর
অর্থনীতিবিদ হওয়া লাগে না,
কে স্মিথ আর কে ইউনুস ?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব ;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!

আজ আমি বাকস্বাধীনতা পেয়েছি;
বাকস্বাধীনতা পেলেই আমি উন্মাদ হয়ে যাই!
তোমার হৃদয়ের  পৃথিবী ঘুরে আসতে এখন আর
বুদ্ধিজীবী হওয়া লাগে না,
কে  জোহা আর কে শাহরিয়ার?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!

আজ আমি বাকস্বাধীনতা পেয়েছি;
বাকস্বাধীনতা পেলেই আমি উন্মাদ হয়ে যাই!
তোমার হৃদয়ের সমাজে ঘুরে আসতে এখন আর
সমাজবিজ্ঞানী হওয়া লাগে না,
কে  অগাস্ট আর কে ডুরখেইম?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!

আজ আমি বাকস্বাধীনতা পেয়েছি;
বাকস্বাধীনতা পেলেই আমি উন্মাদ হয়ে যাই!
তোমার হৃদয়ের বহুত্ববাদ ঘুরে আসতে এখন আর
আইনবিজ্ঞানী হওয়া লাগে না,
কে  অস্টিন আর কে  স্যামন্ড?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!

আজ আমি বাকস্বাধীনতা পেয়েছি;
বাকস্বাধীনতা পেলেই আমি উন্মাদ হয়ে যাই!
তোমার হৃদয়ের দৃশ্যকলা ঘুরে আসতে এখন আর
চিত্রশিল্পী  হওয়া লাগে না,
কে  ভিঞ্চি আর কে আবেদিন?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!

আজ আমি বাকস্বাধীনতা পেয়েছি;
বাকস্বাধীনতা পেলেই আমি উন্মাদ হয়ে যাই!
তোমার হৃদয়ের সংখ্যা বিন্যাস ঘুরে আসতে
এখন আর প্রযুক্তিবিদ হওয়া লাগে না,
কে  শ্যানন আর কে টমাস?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!

আজ আমি বাকস্বাধীনতা পেয়েছি;
বাকস্বাধীনতা পেলেই আমি উন্মাদ হয়ে যাই!
তোমার হৃদয়ের দুর্দান্ত প্রেমলীলা ঘুরে আসতে এখন আর
সংস্কৃতিবিদ হওয়া লাগে না,
কে  জেরি আর কে অ্যাটলাস?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!

আজ আমি বাকস্বাধীনতা পেয়েছি;
বাকস্বাধীনতা পেলেই আমি উন্মাদ হয়ে যাই!
তোমার হৃদয়ের গতি-প্রকৃতি ঘুরে আসতে
এখন আর কবি হওয়া লাগে না,
কে রবী আর কে নজরুল?
মনে রাখা হবে না,
আমি কাউকেই মনে রাখবো না,
সবকিছু ভুলে যাব,ভুলে যাব-মুজিব-জিয়া,
আবু সাঈদ,মুগ্ধ,নূর-নাহিদ,
সলিমুল্লাহর শার্ল বোদলেয়ার,
আরও কত নাম!
ভুলে যাব-আহমদ ছফা, জীবনানন্দ সব;সবকিছু।
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব ;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!

আজ আমি বাস্বাধীনতা পেয়েছি,
বাকস্বাধীনতা পেলে আমি উন্মাদ হয়ে যাই!
কে রকেট বিজ্ঞানী,রাজনীতিবিদ ,
মনোবিজ্ঞানী,দার্শনিক,
গোনার টাইম নেই আর!
কে অর্থনীতিবিদ,বুদ্ধিজীবী,
সমাজবিজ্ঞানী,চিত্রশিল্পী,
গোনার টাইম নেই আর!
কে জজ বাবা,বিসিএস খ্যাডরি,
কে আইনবিজ্ঞানী, প্রযুক্তিবিদ,
সংস্কৃতিবিদ, হিসাববিজ্ঞানী
আর কে মনে রাখার কবি!
গোনার টাইম নেই আর!
এদের কাউকেই  আমার দরকার নেই,
তোমার হৃদয়ের মাটিতে ঘুরে আসতে-
এদের কাউকেই  আমার দরকার নেই!
ভুলে যাব এক্কেবারে,
এদের নাম ভুলেও মুখে উচ্চারণ  করবো না,
শুধু চিবিয়ে ওদের জুসটা বের করে নেবো,
তারপর ছুঁড়ে ফেলে দেবো রাস্তা কুঁড়ে!
সবকিছু ভুলে যাব ;এক্কেবারে  ভুলে যাব,
আমি কিছুই মনে রাখবো না!