লাখো শহিদের রক্তে কেনা
আমার দেশের মাটি,
সুজলা- সুফলা, শস্য-শ্যামলা,
সোনার চেয়ে খাঁটি।
ইতিহাস খুলে দেখ, হে বিশ্ববাসী!
রক্তে ভেজা এই দেশ!
বাংলাদেশ, বাংলাদেশ
আমার প্রিয় বাংলাদেশ।

ভয় করো না বুলেট-বোমা,
সাহস রাখ ঐ বুকে,
সত্য-ন্যায়ের পথে লড়াই করো,
অগ্নিঝড়ার সুখে।
না না ভয় করো না;এগিয়ে চলো...
হাত রাখ এই হাতে,
লাল-সবুজের পতাকা নিয়ে
শপথ করো একই সাথে,
ইতিহাস খুলে দেখ, হে বিশ্ববাসী!
রক্তে ভেজা এই দেশ!
বাংলাদেশ, বাংলাদেশ
আমার প্রিয় বাংলাদেশ।

জয় করো আজ বিশ্বটাকে,
আমরাই সে বীরের জাতি,
অন্যায়-অবিচার ধ্বংস করো,
শত্রুসেনার ঘাঁটি।
না না ভয় করো না;এগিয়ে চলো...
হাত রাখ এই হাতে,
লাল-সবুজের পতাকা নিয়ে
শপথ করো একই সাথে,
ইতিহাস খুলে দেখ,হে বিশ্ববাসী!
রক্তে ভেজা এই দেশ!
বাংলাদেশ, বাংলাদেশ
আমার প্রিয় বাংলাদেশ।