আমাকে গানের -
লয়,মাত্রা ,তাল শেখাও আজ;
বিলম্বিত,দ্রুত, মধ্য লয় শেখাও আমায়;
আরে পাগলা,গতির দূরত্ব মাপার জন্য আমি সারাটাজীবন জেগে আছি;
এভাবেই জেগে থাকি;
এক ঘণ্টাও ঘুমাতে পারি না!
পৃথিবীর সবকিছুই তালে চলেরে পাগলা;
ছন্দপতন ঘটে না কখনও;
কোনোকিছুই বেতাল নয়;
গ্রহ,নক্ষত্র, ধূমকেতু,নীহারিকা,উল্কা সব তালে চলে;যতই দূরে সরে যাক না কেনো!
এ চরম সত্য কেমনে বুঝবে  তুমি?
এসব কি বলো তুমি আজ!
আফসোস; বড্ড বেশি আফসোস;
জাতি মানুষ চিনলো না!

বিভাগ,খালি,তালি,আবর্তন বুঝাও আমায়;
ধা ধিন্ ধিন্ ধা,ধাˈ গেˈ নাˈ তিˈ,
ধাˈ ধিনˈ না,ধাগে ধিন ধাধা,
ধা দেন্ তা শেখাও আমায়;
তিন তিন তাক । ধিন ধাগে । ধিন ধাগে ;
ধিন ধা ধিন ধিন ধা শেখাও আমায়;
ধা ধা;দেন তা শেখাও আমায়;
খামসা;পট;মোহন ;দোবাহার;
ধামার তাল শেখাও আমায়;
অনুভূমিক আন্দোলন সুর শেখাও আমায়;
আন্দোলিত,আরোহী,লাফ দিয়ে মেলোডি শেখাও আমায়;তাই না?
গতিবিদ্যার সূত্র কবেই শেষ করেছি!
আচ্ছা ,বলতে পারো,
কবে যে তোমার হুশ ফিরবে;
কে জানে সেই কথা!
আমার কেনো জানি আজ  সন্দেহ হয়!
আফসোস; বড্ড বেশি আফসোস;
জাতি মানুষ চিনলো না!

সংগীতের রাগ শেখাও আমায়;
রাগের জাতি শেখাও আমায়;
অংশ,তার,মন্দ্র,ন্যাস,অপন্যাস শেখাও আমায়;
অল্পত্ব,বহুত্ব,ষাড়বত্ব আর ঔড়ব শেখাও আমায়;
বিলাবল থেকে শুরু; কী করে বুঝবে আমায়?
সবকিছুতেই আমার আধিপত্য আছে;
ভূপালী,বিহাগ,জৌনপুরী,রাগেশ্রী নিজেই আমাকে চিনে!
ওদেরকে একবার জিজ্ঞেস করে দেখো...
কলাবতী,আনন্দ ভৈরব শেখাও আমায়;
নিত্যকলি,চন্দ্রকোষ শেখাও আমায়;
ত্রিবেণী,জয়জয়ন্তী আর মেঘমল্লার শেখাও আমায়;তাই না?
কত বড় বেকুব হলে তুমি এমনটা করতে পারো?
ছয়,সাত,আট, দশ আর ষোল শেখাও আমায়;
আফসোস; বড্ড বেশি আফসোস;
জাতি মানুষ চিনলো না!