দুরন্ত বাংলা সাহিত্য;কী নেই এখানে!
আছে রূপ-রস, জীবনের বিচিত্র রং;
যৌবনের উদ্দাম শক্তি; টেকসই উন্নয়ন!
দারিদ্র্যের দুষ্টচক্র,তারল্য সংকট,বাফার স্টেট,
বিশ্বগ্রাম-বিশ্বায়নের আধিপত্যবাদ;
আর অক্ষশক্তি-মিত্রশক্তির অন্ত:বিভাগীয়তার ইতিবৃত্ত;
আছে জীবনের গতি, জাতি প্রেম, সব; সবকিছু...!
সম্মুখে স্রোতের পর স্রোত; অদম্য স্রোত...!

কী নেই সাহিত্যে?
জানি, আমি কোনো কবি নই; কবিরা আমাদের সমাজে জন্মায় না!
তবুও বলবো সম্মুখে অপার সম্ভাবনা...
ছন্দের ক্ষিপ্রতা-সাবলিলতা; দরকার নেই সেখানে!
আছে মুক্তির অপরাজিত মহানায়ক,
শান্তির শ্বেতপায়রা,বিশ্বের শ্রেষ্ঠতম দার্শনিকের নাম;
কারণ সম্মুখে স্রোতের পর স্রোত...
অদম্য স্রোত...!

আজ অবধি আমি দেখেছি ধংসের খেলা!
সমাজের বুকে বিপর্যের ঢেউ;
উত্তরাধুনিকতা, চরম অভাব,
যন্ত্রণা, বেদনা, নিঃশব্দ-শোষণ,
দারিদ্র্য যে কতটা তীব্র; সেটা কী করে বুঝাবো!
দেখেছি রাজনৈতিক অস্থিরতা!
বস্তুজগতের সংস্পর্শহীন; এক সর্বশূন্য অদিতি!
আর কাব্যে অসির ঝনঝনানি ;
সবই পাবে সাহিত্যে!
সম্মুখে স্রোতের পর স্রোত; অদম্য স্রোত...!

বহুদর্শী নই আমি; অল্পদর্শী বটে!
কী নেই সাহিত্যে ? আছে জৈব দুর্ঘটনার তাবেদার রাষ্ট্র!
বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম,গানবোট ডিপ্লোমেসি;
কৃষকের শ্রম, ইতিহাস, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব;
শিল্পকলা-গ্রামীন আবহ;এমিকাস কিউরির  মতন দুর্দান্ত প্রেম!
আর স্বাধীনতার মহান স্থপতি;সেই বজ্রকণ্ঠ!
কারণ সম্মুখে স্রোতের পর স্রোত; অদম্য স্রোত...!

বাঙালির আত্মপরিচয়, উষ্ণতা, সাহস, দেশপ্রেম, মুক্তির উল্লাস!
দেখবে সবই পাবে সাহিত্যে; আছে সাইবার নামের অবাক করা ক্রাইম!
আছে সমাজের বাস্তব চিত্র; বড় ক্যানভাসে আঁকা!
রূপতৃষ্ণা, অতৃপ্ত কামনা ,দৃশ্যকাব্য, অকৃত্রিম সবুজ অনুরাগ;
আর শৈশব স্মৃতি সেই একাত্তর ; আরও কত কী!
সম্মুখে স্রোতের পর স্রোত; অদম্য স্রোত...!

কতবার বলবো, কাব্য প্রতিভা নেই আমার;
তবে কবিতা লেখি দু-একটি!
বিশ্বাস হচ্ছে না বুঝি? সত্যি বলছি,
সবই পাবে সাহিত্যে, বাংলা সাহিত্যে;
নৈতিকতার দ্বন্দ্ব, ধর্মচিন্তা, অরণ্য-জনপদ, সভ্যতা !
দেখবে সবই আছে, আছে বর্তমানের ছিন্নভিন্ন অস্তিত্ব!
না বুঝে বোঝার ভণ্ডামী; প্রতীকী মৃত্যু!
অবশ্য জ্ঞানী-গুণীরা সেটাকে বলে , না ফেরার দেশ!
কারণ সম্মুখে স্রোতের পর স্রোত; অদম্য স্রোত...!

আজও খেলবো না, বিশ্বাস-অবিশ্বাসের খেলা!
আর মাথার ছাদের কথা; না না, সেটা অবশ্য লজ্জারই কথা!
নির্বাসিত ভেতরে-বাহিরে, শিশিরে স্মান;
শক্তিনির্ভেদ, তীব্র জৈবিক ইচ্ছা!
কাব্যে আলোছায়ার জাল; আর আছে ঐক্যবদ্ধ চেতনা-
‘‘সময় এখন আমাদের,;সময় এখন বাংলাদেশের।’’
সম্মুখে স্রোতের পর স্রোত; অদম্য স্রোত...!