আজ থেকে সব ধরনের প্রতিযোগিতা বৈধ!
কে, কাকে ঠকালো?
কে, কার গোয়া মারলো?
সময়ের সাথে অসময়ের প্রতিযোগিতা;
তেবেশ্যার সাথে অবেশ্যার;
ধনীর সাথে গরিবের;
বোকাচোদার সাথে জ্ঞানীচোদার;
আইনের সাথে বেআইনের;
সম্মানের সাথে অসম্মানের;
একশো আশি ডিগ্রির সাথে
তিনশো ষাট ডিগ্রির;
একাত্তরের সাথে চব্বিশের;
কালোর সাথে ধলোর;
আজ থেকে সব ধরনের প্রতিযোগিতা বৈধ;
অদম্য প্রতিযোগিতা!
আজ থেকে সব ধরনের প্রতিযোগিতা বৈধ!
কে রাজনীতির মাঠে আর কার ফাটে?
কার বাল কে ছিঁড়লো?
সেনার সাথে ফেনার প্রতিযোগিতা;
গাঁজার সাথে তাজার;
সলিমুল্লাহর সাথে কলিমুল্লাহর;
আমেরিকার সাথে চীনের;
ধর্মের সাথে অধর্মের;
পারমানবিক বোমার সাথে
খালি হাত-পায়ের;
আবুলের সাথে কাবুলের;
ইতিহাসের সাথে পাতিহাঁসের;
আজ থেকে সব ধরনের প্রতিযোগিতা বৈধ;
অদম্য প্রতিযোগিতা!
আজ থেকে সব ধরেনর প্রতিযোগিতা বৈধ!
কে পুকুর চুরি করলো আর কার বিচার বসালো?
আলুর সাথে বালুর প্রতিযোগিতা;
কুত্তার সাথে কুত্তির;
মালিকের সাথে চাকরের;
মুজিবের সাথে গুজিবের;
হোলের সাথে ফন্নার;
হাসিনার সাথে বাঁচিনার;
আচ্ছার সাথে বাচ্চার;
ফুকোর সাথে লুকোর;
লাকার সাথে টাকার;
আদার সাথে জাহাজের;
ইনকিলাবের সাথে টিনকিলাবের;
আমার দেশের সাথে
তোমার দেশ;
আজ থেকে সব ধরনের প্রতিযোগিতা বৈধ;
অদম্য প্রতিযোগিতা!