মনুষ্যত্ব বোধ আছে যেই মানবের,
সে জনের হৃদে মাতৃভূমির আদর।
কর্ম জীবন তারে করেছে ভিটে ছাড়া,
তবুও অবকাশ তারে করে যাপন।
সহস্র মাইল সরণি দিয়েছে পাড়ি
ক্ষণিককাল কাটাতে, সেই ভিটে খানি।