ইমাম
এসটু আমিরুল ইসলাম
হটাৎ, চোরেরা বাড়িয়ে দিয়েছে চুরি,
ছিনতাই কারীরা মারছে দেখি ছুরি।
ডাকাতি করছে ডাকাতেরা দলে দলে,
বাজার জুড়ে দেখছি জাল টাকা চলে।
পরিবার সন্তান আছে জানি সবার,
টাকা পয়সা সবার খুব দরকার।
শ্রমিক বাড়িয়ে দিছে তার সব কাজ,
ওভার টাইম যে করছে দেখো আজ।
চাকরিজীবী পেয়ে যাবে ঈদ বোনাস।
অন্তর চক্ষু দিয়ে চেয়ে দেখো হে জাতী,
মসজিদের ইমাম করেছে কি ক্ষতি?
তাদেরও আছে ঈদ, মা-বাবা সন্তান।
তাদেরকে হাদিয়া কে করবে প্রদান?
মসজিদ কমিটির কবে হবে জ্ঞান?