বহিরাগত অরি, দমন করো তুমি,
জীবনকে রেখে বাজি, করো রক্ষা ভূমি,
স্বদেশ, মানবজাতিকে করতে রক্ষা,
নিজ জীবন খানা, কতটায় সুরক্ষা?
ভাবনি কখনো বিরলে একা বসিয়া,
দেশ ও মানবজাতির প্রেমে মাতিয়া।
হাসি মুখে জীবন করেছো উৎসর্গ
তুমি সৈনিক,  সোনার বাংলার গর্ব।