উদর পুরে খেলেই বুঝি
মরবে না আর তুমি
বাঁচতে হলে লড়তে শেখো
বাঁচাও জন্মভূমি।

শেয়াল, শকুন এক কাতারে
বাঁধছে ওরা জুটি
স্বাধীনতার দম বুঝি যায়
ধরছে চেপে টুঁটি।

মুছবে কত চোখের পানি
এবার আঘাত হানো
লড়ে লড়ে বুঝিয়ে দাও
বাঁচতে তুমি জানো।

মেরে মরে দেখাও এবার
তুমিই সর্বেসর্বা
বুঝুক ওরা বাংলার মাটি
কত রত্নগর্ভা।