রূপে গুণে আমার দেশ
নেই কোন তার তুলনা
সবুজ শ্যামল মায়াময়
কোথায় এমন বল না।
সাদা কালো মেঘমালা
ভেসে বেড়ায় আকাশে
সুবাস ছড়ায় কদম ফুল
ঝিরি ঝিরি বাতাসে।
পদ্মা মেঘনা যমুনা
এই দেশেতে বহমান
নেচে চলে ঢেউ খেলে
মন মাতানো কলতান।
কোকিল ডাকে ঐ বনে
দোয়েল শ্যামা নাচেরে
মাঠে মাঠে সোনার ধান
জোছনা যেন হাসেরে।