কিসের তাড়া
একটু দাঁড়া
মুখটা কেন করলি বাঁকা
বলনা আমায় সত্যি ক‌ইরা
চুল কি আমার এতোই পাকা!

দেখনা মেয়ে
বুকটা ছুঁয়ে
কত রঙিন স্বপ্ন আশা
নিষ্কলঙ্ক চাঁদের মায়া
শিল্প নিখুঁত ভালোবাসা।

আয়না কাছে
পুছবি পাছে
মুক্তা যেমন ঝিনুক মাঝে
থাকবি রে তুই জনম ভরে
হৃদয় পাতার ভাঁজে ভাঁজে।

যাসনে চলে
মিথ্যা ছলে
বলনা তবে একটু বুঝে
এ কূল ও কূল দুই কুলেতে
কোথায় পাবি এমন খুঁজে!

যাবি যখন
শোন তবে শোন
শেষ কথাটা মন দিয়ে শোন
আমার বুকে চিরহরিৎ
আছে একটা অধরা বন।