স্বাধীনতা দোহাই তোমার
দুলক্ষ মা-বোনের ইজ্জতের দোহাই
ভরা জনসমক্ষে আমাকে উলঙ্গ করো না
লজ্জায় মূর্ছা যাবে।
ত্রিশ লক্ষ শহীদের রক্তের দোহাই
বাক পরাধীনতার কনডেম সেলে
আমাকে বন্দী করো না,
তোমার ইতিহাস কলঙ্কিত হবে।
বরং
আমার জিভটা দুমরে মুচড়ে ছিঁড়ে ফেল
উপড়ে ফেল আমার বত্রিশ টা দাঁত
পৃথিবী জেনে যাক অধম আলী বোবা।