কেমন ছিল আমাদের এই পৃথিবী!
ইতিহাস ঘুরে দেখি শুধু মজলুমের
আহাজারি,
মোড়লে মোড়লে যুদ্ধ যুদ্ধ খেলা
জবর দখল,নির্বিচারে মানুষ হত্যা
পৃথিবী নির্বাক।
আজ কাল অথবা আগামীর মাঝে
কীই বা তফাৎ!
সেই তো আকাশ একই চন্দ্র-রবি
সৃষ্টির আদিকাল থেকেই সমাজের পায়ে
ঠাণ্ডা-বেড়ি,
রাজনীতির মাঠে কেবল একের পর এক
ফাঁকা আওয়াজ
আইনের চোখে পক্ষপাতদুষ্ট কালো চশমা।
জ্ঞানের রাজ্যে উঁকি দিয়ে দেখি
অলিগলি সব ভুতুড়ে বাড়ি
সক্রেটিসের হাতে হেমলকের পেয়ালা।