রান্না ঘর থেকে ফুলশয্যা
প্রাচ্য থেকে পাশ্চাত্য
ইথারে ভাসে বিগ ক্রাঞ্চের ভাঙ্গনের শব্দ
বিভেদ -বৈষম্যের ক্রশবিদ্ধ আত্মার
চাপা কান্নার হাহাকার
রাজনৈতিক, সাংবাদিক, পর্যটক
অগণিত দর্শক শ্রোতার ভির কোলাহল।
ওরা কারা!
ঐ যে রক্ত পিপাসু নাদুসনুদুস
নড়েচড়ে অবিকল মানুষের মতো
তবে কি ওরা আগে কখনো মানুষ ছিল?