আরে ভাই
শুধু শুধু বিরক্ত করেন
বললাম তো আজ হবেনা
আগামী সপ্তাহে আসেন।

স্যার ভীষণ ব্যস্ত আছেন
কাজের অনেক জ্যাম।

ততক্ষণে ধরিয়ে দিলেন খাম।

ঠিক আছে যান, ভরসা রাখেন
বাইরে একটু ঘোরাফেরা করেন
রিলাক্সে থাকেন
পেয়ে যাবেন----- সন্ধ্যা নাগাদ।