আমাদের একটি রাত আর
মহাকাশের একটি ব্লাকহোল
অভিন্ন পরিসীমা,
সীমাহীন পথ নিঃসীম অন্ধকার।
প্রতিনিয়ত ক্ষয়-লয়-ধ্বংস
শত সহস্র আলোর উৎস-
গ্রহ, নক্ষত্র তারা
শ্বাশ্বত সত্যের অনির্বাণ শিখা।

আলো যেন আজ আলেয়া হয়ে
আলোকবর্ষ দূরে-
মনে হয় থেমে গেছে আহ্নিক গতি
বহুদিন বহু ক্রোশ হেঁটে হেঁটে পৃথিবী
বড্ড বেশি ক্লান্ত, বয়সের ভারে ন্যুব্জ
লাঠিতে ভর দেওয়া থুরথুরে বুড়ির মতো
স্থির দাঁড়িয়ে-
পৃষ্ঠদেশ জ্বলে পুড়ে অঙ্গার
বুক তমাসাচ্ছন্ন হিমাগার
প্রতিটি রাত যেন একেকটি মৃত্যু-ফাঁদ।