আজকাল বাগানের ফুলগুলো নাকি
ফোটে সব তোমার জন্য?
তোমার নাম-যশ শুধু এ দেশেই নয়
এখন নেট দুনিয়ার আকাশ ছাড়িয়ে
ট্রপোস্ফিয়ার ফুঁড়ে একে একে
এক্সোস্ফিয়ারের শেষ সীমানায়।

তুমি তো এখন অনেক বড়-
কী মানানসই-ই না তোমার দেহ!
যেমন মেঘ কারুকার্য কালো চোখ
তেমন পরিবেশ-বান্ধব যুতসই ঠোঁট
গোঁফ-দাড়ি-কেশ
বিশেষ করে ভীষণ সুন্দর -দৃষ্টিনন্দন
তোমার মেদ ভর্তি সৌখিন পেট।