কবিতায় প্রাণ নেই
কে হবেন কবিরাজ!
কবিতার রাজ্যে শুনি যুদ্ধের ডামাডোল
উত্তরাধুনিক শব্দাস্ত্রের বাহুল্য ঝংকার
কবিতার ভূমি পুড়ে পুড়ে ছারখার
দুর্ভেদ্য পাঠ প্রাচীর,
বন্দী কবিতা নীরবে কাঁদে।
আর নয় কবিতার লাশ।
কবিতার মুক্তি চাই।
উৎসর্গঃ সন্মানিত কবি শরীফ এমদাদ হোসেনকে