শান্তির দ্বার খুলবে না কি আর এই বাংলায়?
সদা ভয় সংশয় এই বুঝি সূর্যটা অস্ত যায়
পুরনো সেই হায়েনা ধরেছে আবার বায়না
কতদিন খাই না নরমাংস আমার চাই-
যেদিকে তাকাই লাশ ছাড়া কিছু নাই
রক্তের বন্যায় সংখ্যালঘুর কান্নায়
পুরো দেশ ভেসে যায়।
এ কেমন খেলায় মেতেছে ওরা
স্বাধীন দেশে চায় কোন স্বাধীনতা
পতাকার রং জনকের নাম ইতিহাস
মুছে দিতে চায়!
জাগো বীর বাঙালি একাত্তরের সেনানি
মুক্তিযুদ্ধের চেতনায়।