হেমন্ত এসেছে
অথচ পাহাড় এখনো ছুঁতে পারেনি আকাশের এক
চিলতে নিল
সূর্যের নরম সোনালি আলোয় ছেয়ে আছে আশ্বিনের
ধূসর মেঘ।
মনে হয় বৃষ্টি হবে, কিন্তু না, দিন কেটে যায় শুধু
গুড় গুড় শব্দ,বিদ্যুৎ চকমকি সাথে মরণঘাতী বজ্রপাত,
বাতাসে ফোঁস ফোঁস শব্দ যেন কতক অজগরের বিষাক্ত নিঃশ্বাস।

সবেমাত্র জেগেছে চর
ভাঙ্গনের ঘোলা জলে বিনষ্ট সবুজ ফসলের মাঠ
এ যেন দুর্ভিক্ষের স্পষ্ট পূর্বাভাস
রাত্রি আসে শহরের চোরাগলি হয়ে সরু-অন্ধকার
ভীষণ বিদঘুটে‌,
ঢুলু ঢুলু চোখে ঘুম পায় আমার, ঘুমোতে চাই আমি
রক্ত শীতল প্রাণীর মতো নিবিড় --একটানা
বসন্ত অবধি-
ক্লান্ত দেহ নুয়ে পড়ে,হয়ে ওঠে না,তন্দ্রা কেটে যায়
রাতের সমস্ত নিস্তব্ধতা ভঙ্গ করে উৎসবে মেতে ওঠে
কিছু ক্ষুধার্ত মশা।