শয়তানবধ--বজ্র নিক্ষেপ
চোখ ঝলসানো বিদ্যুৎ চকমকি
মরছে পথিক--পুড়ছে বনবনানী
শয়তান নাচে দিয়ে হাততালি
যেমন ইচ্ছা তেমন সাজো।

পুরো দেশটাই যেন এক রঙ্গমঞ্চ
সাজানো গোছানো আয়না ঘর
কী চমৎকার!
ধাতব নির্মিত ইলেকট্রিক চেয়ার
মানানসই আসবাব দারুন যুতসই
ইবলিশ বসে নিরালায় দেখে তার
প্রতিচ্ছবি--আর হাসে মুচকি মুচকি।