ও চলে যাবার পর ও বাসায় এই প্রথম
সেই বাসা সরু সিঁড়ি বেয়ে ওঠা
সেই বেডরুম সেই আসবাব পরিপাটি
সাজানো ফুলের টব,পিস লিলির মোহনীয় ঘ্রাণ
অথচ কেমন যেন একটা বিশ্রী রকমের
ভুতুড়ে ভুতুড়ে ভাব।

ও নেই,
ভাবতেই বুকের চৌহদ্দি জুড়ে অনুভূত হল
একটা অদৃশ্য কম্পন,কোথা থেকে যেন
একখণ্ড মেঘ ছেয়ে গেল চোখের কোনায়
আহা!ও চোখের দেওয়াল ঘিরে আঁকা ছিল
কত না স্বপ্নের আলপনা।
আজ সব শোক গাঁথা বিষন্ন স্মৃতি।